প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৪, ২০২৫, ৭:৩৯ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২৪, ২০২৫, ৪:১১ পি.এম
মোংলায় কোস্ট গার্ডের অভিযানে প্রায় দেড় লক্ষ টাকা মূল্যের বিদেশি বিয়ার ও মদ জব্দ
মোঃ শামীম হোসেন - স্টাফ রিপোর্টার
কোস্ট গার্ড বেইস মোংলা কর্তৃক রবিবার বিকাল ৪ টায় মোংলার লাউডোব ফেরিঘাট সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় সন্দেহজনক ২ জন ব্যক্তিকে তল্লাশি করে প্রায় ১ লক্ষ ৪৭ হাজার টাকা মূল্যের ৯৪ ক্যান বিদেশি বিয়ার ও ১০ বোতল মদ সহ আটক করা হয়। জব্দকৃত আলামত ও আটককৃত ব্যক্তিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য দাকোপ থানায় হস্তান্তর করা হয়। মাদকের ভয়াল থাবা থেকে তরুণ প্রজন্মকে রক্ষায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত