প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৪, ২০২৫, ৯:১৪ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২৪, ২০২৫, ৯:১২ এ.এম
ভূমিকম্পের আতঙ্কে ক্লাস-পরীক্ষা স্থগিত বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের ঘোষণা
মোঃ তৌহিদুজ্জামান স্বপ্ন - স্টাফ রিপোর্টার
গত শুক্র ও শনিবার দুই দিনের ব্যবধানে চার দফায় ভূমিকম্প-পরবর্তী পরিস্থিতিতে আতঙ্ক বিরাজ করছে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোয়। ইতোমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বেশ কিছু শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা করা হয়েছে। বন্ধ করে দেওয়া হয়েছে আবাসিক হল। বিভিন্ন স্কুলে গতকাল রোববার থেকে বার্ষিক পরীক্ষা শুরুর কথা থাকলেও তা স্থগিত করা হয়েছে। তবে কিছু শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইনে ক্লাসে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো নির্দেশনা না দেওয়া হলেও বিচ্ছিন্নভাবে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের এসব সিদ্ধান্ত নিয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। একই সঙ্গে শিক্ষার্থীদের নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ ভবনগুলো চিহ্নিত করে তা সংস্কার বা ভেঙে ফেলার উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন অনেকে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত