মো: আল-আমিন স্টাব রিপোর্টার ময়মনসিংহ
ময়মনসিংহ ব্রিজ সহ ময়মনসিংহের নগরিতে সাধারন মানুষ সহ শিক্ষাথীদের কাছ থেকে জোর করে টাকা হাতিয়ে নেই বলে জানিয়েছেন, সাধারন জনগন ও এলাকাবাসী,
এক শিক্ষাথী জানিয়েছেন, বাসা থেকে গারি ভারা নিয়ে আসি,,কিন্তু ব্রিজে আসতেই সেই টাকা জোর করে হাতিয়ে নিয়ে যায় হিজলারা,,পরে অনেক সময় ভারা না থাকার কারনে হেটে হেটে স্কুলে বা বাসায় যেতে হয়,
ব্রিজে আসলেই আমরা এই ভয়ে অন্য দিক দিয়ে বা হিজলাদের আড়াল দিয়ে যায় ,
এইভাবে চলাফিরা করতে কষ্ট হয় আমাদের,,
সাধারন জনগন বলেন,,ব্রিজে আসতেই জোর করে আমাদের থেকে টাকা হায়িয়ে নেই,,না দিতে চাইলে খারাপ ব্যবহার করে,,
আমরা এইগুলা থেকে মুক্তি চাই