প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২১, ২০২৫, ৪:৫২ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২১, ২০২৫, ২:৫৯ এ.এম
ঝিনাইগাতিতে গ্রামীণ ব্যাংকের শাখায় আগুন দিয়েছে দুর্বৃত্তরা
ঝিনাইগাতী উপজেলা প্রতিনিধি মারুফ হাসান নাঈম
শেরপুরের ঝিনাইগাতী উপজেলার গ্রামীণ ব্যাংক হাতীবান্ধা শাখায় আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার (১৯ নভেম্বর) রাত সাড়ে সাতটার দিকে ওই শাখার সাইন বোর্ডে আগুন ধরিয়ে সটকে পড়লে তাৎক্ষণিক তা নিভিয়ে ফেলেন এলাকাবাসী। ফলে সাইন বোর্ডটি ছাড়া তেমন কোন ক্ষয়ক্ষতি হয়নি। তবে এলাকাবাসী জানিয়েছেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ কর্মীরা এ আগুন ধরিয়েছে। এদিকে আগুন লাগানোর পরপরই ঝিনাইগাতী ও শেরপুরের ছাত্রলীগের বেশ কয়েকজন সাবেক নেতার ফেসবুক আইডি থেকে আগুনের লাগানোর ভিডিও ফুটেজ শেয়ার করা হয়েছে। তাদের শেয়ার করা একটি ভিডিও ফুটেজ থেকে দেখা যায়, মুখ কাপড় দিয়ে ঢাকা একজন লাঠির মাথায় কাপড়ে পেট্রোল ঢেলে মশালের মতো করে সাইন বোর্ডে আগুন ধরিয়ে দিচ্ছে। আরেক ভিডিওতে দেখা যায়, বোতল থেকে পেট্রোল ছিটিয়ে আগুন ধরিয়ে দেয়া হচ্ছে। এসময় তাদের কথোকপথনও শোনা যায়। এটি একটি বিচ্ছিন্ন ঘটনা দাবী করে ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আল-আমীন জানিয়েছেন, আগুন ধরিয়ে দেওয়ার সাথে সাথে নিভিয়ে ফেলা হয়েছে। দুর্বৃত্তদের সনাক্তের চেষ্টা চলছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত