শেরপুরের সিভিল সার্জন সম্মেলন কক্ষে আলোচনা সভা
প্রতিনিধির নাম :
-
প্রকাশিত:
বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫
-
৫
বার পড়া হয়েছে

মোঃ আনোয়ার হোসেন শেরপুর জেলা প্রতিনিধি।
শেরপুর জেলা সিভিলসার্জনর সাথে বেসরকারি ক্লিনিক ও হাসপাতাল সমিতির আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মানসম্পন্ন MNCH পরিষেবা এবং DHIS2 ডেটা ইন্টিগ্রেশন নিয়ে বেসরকারি ক্লিনিক মালিকদের সাথে বৈঠক করেন।
স্থান: সম্মেলন কক্ষ, সিভিল সার্জন অফিস, শেরপুর।
আজ বুধবার ১৯ নভেম্বর ২০২৫ ইং
আয়োজন করেন সিভিল সার্জন অফিস, শেরপুর। সম্মেলন সমর্থিত: ইউনিসেফ, বাংলাদেশ অংশীদারিত্ব কানাডা UNFPA ইউনিসেফ
উক্ত সম্মেলন ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন জেলা হাসপাতাল সিভিল সার্জন সহ শেরপুরের বিশিষ্ট সমাজ সেবিকা রাজিয়া ছামাদ ডালিয়া, শেরপুর দৈনিক তথ্যধারার সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম খান (এটম),সহ ক্লিনিক মালিক সমিতির ও ডায়গনস্টিক সেন্টারের মালিক সমিতির সভাপতি, সাধারণ সম্পাদক সহ আরও অনেক কর্মকর্তা বৃন্দরা উপস্থিত ছিলেন।
সংবাদটি শেয়ার করুন
আরো সংবাদ পড়ুন