দাকোপে পাপুলের পক্ষে গণসংযোগ, লিফলেট বিতরণ ও প্রচারণা মিছিল
প্রতিনিধির নাম :
-
প্রকাশিত:
বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫
-
৫
বার পড়া হয়েছে

মোঃ শামীম হোসেন – স্টাফ রিপোর্টার
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-১ আসনে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী জিয়াউর রহমান পাপুলের পক্ষ থেকে ১৯ নভেম্বর বুধবার দাকোপে দিনব্যাপী গণসংযোগ, লিফলেট বিতরণ ও প্রচারণা মিছিল করেছেন নেতা-কর্মীরা। এ সময় তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ করা হয়। দাকোপ উপজেলার চালনা বাজার, গাছতলা, লঞ্চঘাট মোড়ে প্রচারণা মিছিল, পথসভা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় ধানের শীষের পক্ষে ভোট প্রার্থনা করেন। খুলনা-১ আসনে বিএনপির মনোনয়নের দৌড়ে এগিয়ে থাকা প্রার্থী জননেতা জিয়াউর রহমান পাপুল ভাইয়ের পক্ষ থেকে ধানের শীষের প্রতীকে ভোট চেয়ে লিফলেট বিতরণ করেছেন পাপুল ভাইয়ের সমর্থক,উপজেলা বিএনপি ও বিভিন্ন ইউনিয়নের বিএনপি ও অঙ্গ সংগঠনের নেত্রীবৃন্দ। লিফলেট বিতরণ ও মতবিনিময় কালে খুলনা জেলা বিএনপির সদস্য শাকিল আহম্মেদ দিলু ও চালনা পৌরসভা বিএনপির সাবেক সদস্য সচিব আলামীন সানা ও নেত্রীবৃন্দ বলেন জিয়াউর রহমান পাপুল ভাইয়ের ছালাম নিন ধানের শীষে ভোট দিন। পাপুল ভাইয়ের পরিচয় গরীব দুখীর দরোজায়, পাপুল ভাই ভালো লোক খুলনা -১ আসনে ধানের শীষের মনোনয়ন তারই হোক। এলাকার সনাতন ধর্মাবলম্বীদের প্রাণের দাবি খুলনা -১ আসন জিয়াউর রহমান পাপুল ভাইয়ের হাতেই হোক।
সংবাদটি শেয়ার করুন
আরো সংবাদ পড়ুন