খাতুনে জান্নাত (রাঃ) মহিলা হাফেজিয়া এতিমখানা ও কওমী মাদ্রাসায় ৩য় বার্ষিকী দোয়া মাহফিল অনুষ্ঠিত
প্রতিনিধির নাম :
-
প্রকাশিত:
বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫
-
৬
বার পড়া হয়েছে

আল আমিন প্রতিনিধি, নওগাঁ:
নওগাঁর মান্দা উপজেলার খাতুনে জান্নাত (রাঃ) মহিলা হাফেজিয়া এতিমখানা ও কওমী মাদ্রাসায় প্রতিষ্ঠার ৩য় বর্ষপূর্তি উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৯ নভেম্বর) দুপুরে মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে ছাত্রী, শিক্ষক, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও ধর্মপ্রাণ মুসল্লিরা অংশ নেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও নওগাঁ জেলা আমির খন্দকার আব্দুর রাকিব।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—
বাংলাদেশ জামায়াতে ইসলামী জেলা কর্মপরিষদ সদস্য ও মান্দা উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী মাওলানা মোস্তফা আল আমিন, উপজেলা আমির ও ৫নং গণেশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী ডাঃ মাওলানা আমিনুল ইসলাম, চকশ্যামরায় উত্তর পাড়া জামে মসজিদের খতিব মাওলানা মোহসীন আলী।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা কোর্ট মসজিদের খতিব মাওলানা রিয়াজুল হক কাশেমী।
বক্তারা বলেন, “দ্বীনি শিক্ষা প্রত্যেক মুসলমানের জন্য ফরজ। সৎ, নৈতিক ও আদর্শবান নারী সমাজ গঠনে এ ধরনের কওমী মাদ্রাসার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
দোয়া মাহফিলে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি-সমৃদ্ধি কামনা করে বিশেষ মুনাজাত করা হয়।
সংবাদটি শেয়ার করুন
আরো সংবাদ পড়ুন