ইসলামী রাষ্ট্রের নেতৃত্ব গ্রহণের শর্তাবলী ড. এনায়েতুল্লাহ আব্বাসী
প্রতিনিধির নাম :
-
প্রকাশিত:
বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫
-
৩
বার পড়া হয়েছে

একটি মুসলিম রাষ্ট্রের নেতাকে বিভিন্ন বৈশিষ্ট্যে বৈশিষ্ট্যমন্ডিত হতে হয়।
যথা:
•ঈমানদার হওয়া।
•পরহেজগার হওয়া।
•ন্যায়পরায়ণ হওয়া ও
•আলেম হওয়া।
ইবনু খালদূন (রহ.) এর মতে, ইসলামী রাষ্ট্রের নেতৃত্ব গ্রহণের জন্য নেতার মধ্যে নিম্নলিখিত চারটি গুণাবলি থাকা আবশ্যকঃ
১. العِلم (ইল্ম) — শরীয়ত, বিচারনীতি ও রাষ্ট্র পরিচালনার বিষয়ে গভীর জ্ঞান থাকা।
২. العَدل (আদল) — ন্যায়পরায়ণতা ও সৎ চরিত্র; সকলের প্রতি সুবিচার করা।
৩. الكِفاية (কেফায়া) — প্রশাসনিক দক্ষতা ও সাহসিকতা; আইন ও ন্যায় প্রতিষ্ঠায় দৃঢ় ব্যক্তিত্ব থাকা।
৪. سلامة الحواس والأعضاء (সালামাতুল হাওয়াসি ওয়াল আ’জা) — শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকা, যাতে নেতৃত্বের দায়িত্ব সঠিকভাবে পালন করা যায়।
সংবাদটি শেয়ার করুন
আরো সংবাদ পড়ুন