কুমিল্লা টাউন হলে চৌধুরী সায়মা ফেরদৌসীর বক্তব্য: মনিরুল হক চৌধুরীর পক্ষে ‘জেন-জি জোয়ার’ সৃষ্টি হওয়ার প্রত্যাশা
প্রতিনিধির নাম :
-
প্রকাশিত:
সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫
-
৫
বার পড়া হয়েছে

মো লুৎফুর রহমান রাকিব স্টাফ রিপোর্টার
কুমিল্লা টাউন হল মাঠে যদি বিএনপি মনোনীত কুমিল্লা-৬ আসনের প্রার্থী ও আধুনিক কুমিল্লার স্বপ্নদ্রষ্টা মনিরুল হক চৌধুরীর সেজো মেয়ে চৌধুরী সায়মা ফেরদৌসী বক্তব্য রাখেন—তাহলে কুমিল্লা জুড়ে এক অভূতপূর্ব গণজোয়ার সৃষ্টি হবে বলে মনে করছেন তরুণ ভোটাররা।
মনিরুল হক চৌধুরীর চার কন্যাই দেশের বিভিন্ন ক্ষেত্রে নিজের যোগ্যতায় প্রতিষ্ঠিত। শিক্ষায়, কর্মে ও আন্তর্জাতিক অঙ্গনে তাঁরা কুমিল্লার নাম উজ্জ্বল করেছেন। জনপ্রিয় রাজনীতিবিদ ও আদর্শ পিতা হিসেবে পরিচিত মনিরুল হক চৌধুরী তাঁর সন্তানদের সুশিক্ষায় গড়ে তুলেছেন।
সম্প্রতি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সাহসী ভূমিকা রাখা চৌধুরী সায়মা ফেরদৌসী সারা দেশে আলোচনায় আসেন। তাঁর জনপ্রিয়তা এখন দেশের তরুণ প্রজন্মের মাঝে বিশেষভাবে লক্ষ্য করা যাচ্ছে। কুমিল্লার জেন-জি ভোটারদের দাবি, সায়মা ফেরদৌসী যদি একবার মাঠে নেমে বাবার পক্ষে ভোট প্রার্থনা করেন, তাহলে তরুণদের অন্তত ৮০ শতাংশ মনিরুল হক চৌধুরীর পক্ষে কাজ শুরু করবে।
তরুণদের ভাষ্য—
“সায়মা ম্যাডাম যখন বলবেন, ‘আমার বাবা মনিরুল হক চৌধুরী আপনাদের জন্য কাজ করেছেন, অসমাপ্ত কাজগুলো সম্পন্ন করতে আবার ভোট দিন’—তখন কুমিল্লা জুড়ে এক অভূতপূর্ব গণজাগরণ তৈরি হবে।”
তারা আরও বলেন, কুমিল্লার জনগণ সায়মা ফেরদৌসীর একটি বক্তব্য শোনার অপেক্ষায় রয়েছে। তাঁর মুখে বাবার পক্ষে সমর্থনের আহ্বান যেন নতুন উদ্দীপনা যোগ করবে ভোটারদের মাঝে।
স্থানীয়দের প্রত্যাশা, এমন একটি গণজোয়ার সৃষ্টি হলে কুমিল্লা-০৬ আসনে মনিরুল হক চৌধুরীর বিপুল ভোটে বিজয় নিশ্চিত হয়ে যাবে।
তরুণ প্রজন্মের দাবি—
মনিরুল হক চৌধুরী যেন একটি বৃহৎ জনসমাবেশে চৌধুরী সায়মা ফেরদৌসীকে বক্তব্য দেওয়ার সুযোগ করে দেন।
কুমিল্লা এখন অপেক্ষায়—সায়মা ফেরদৌসীর সেই ঐতিহাসিক ভাষণের জন্য।
সংবাদটি শেয়ার করুন
আরো সংবাদ পড়ুন