স্টাফ রিপোর্টার: মো: আল-আমীন আহমেদ, ময়মনসিংহ।
১৩ অক্টোবর ২০২৫, ময়মনসিংহ সদর উপজেলার আমলীতলা উচ্চ বিদ্যালয়ে নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে সচেতনতামূলক কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। প্রতিজ্ঞা যুব সংগঠনের আয়োজনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে শিক্ষার্থী, শিক্ষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন জনাব শহিদুল ইসলাম নওশেদ, সিনিয়র তথ্য অফিসার, জেলা তথ্য অফিস, ময়মনসিংহ। তিনি তাঁর বক্তব্যে বলেন,
“নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধে স্কুল থেকেই সচেতনতা তৈরি করতে হবে। শিক্ষার্থীরাই পারে সহিংসতামুক্ত সমাজ গড়তে অগ্রণী ভূমিকা রাখতে।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব জাহাঙ্গীর আলম, জেলা সমন্বয়কারী, ব্র্যাক। তিনি বলেন,
“যুব সমাজের অংশগ্রহণ ছাড়া কোনো পরিবর্তন সম্ভব নয়। প্রতিটি বিদ্যালয়ে শিক্ষার্থীদের মানবিক মূল্যবোধে গড়ে তুলতে হবে।”
এ ছাড়া বিশেষ অতিথি ছিলেন জনাবা রেবেকা সুলতানা, নির্বাহী পরিচালক, অন্যচিএ ফাউন্ডেশন বাংলাদেশ। তিনি বলেন,
“নারীর প্রতি সহিংসতা বন্ধে পরিবার ও বিদ্যালয়কে একসাথে কাজ করতে হবে। সচেতনতা বৃদ্ধিই হলো প্রতিরোধের প্রথম ধাপ।”
আরও উপস্থিত ছিলেন জনাবা হোসনে আরা, নির্বাহী পরিচালক, অগ্রদ্রুত প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা, ময়মনসিংহ। তিনি বলেন,
“সহিংসতার শিকার নারীদের পাশে দাঁড়ানো আমাদের সামাজিক দায়িত্ব। শিশুদের শেখাতে হবে সম্মান ও সহমর্মিতা।”
জনাব রিপন মন্ডল, এরিয়া কো-অর্ডিনেটর, UCEP Bangladesh বলেন,
“শিক্ষা ও প্রশিক্ষণের মাধ্যমে তরুণ প্রজন্মকে সচেতন ও দক্ষ করে তুলতে পারলেই সহিংসতামুক্ত সমাজ গঠন সম্ভব।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব শামসুল হক, প্রধান শিক্ষক, আমলীতলা উচ্চ বিদ্যালয়। তিনি বলেন,
“বিদ্যালয় হলো শিশুর দ্বিতীয় ঘর। এখান থেকেই তারা শেখে কীভাবে ভালো মানুষ হতে হয়। তাই বিদ্যালয় পর্যায়ের এ ধরনের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়।”
অনুষ্ঠান সঞ্চালনা করেন মো: মামুন মিয়া, সভাপতি, প্রতিজ্ঞা যুব সংগঠন।
আলোচনা সভা ও কুইজ প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিবৃন্দ। শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রাণবন্ত ও তাৎপর্যময় হয়ে ওঠে।