প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১৫, ২০২৫, ৮:৫৫ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১৫, ২০২৫, ৫:০৯ পি.এম
খুলনায় পুলিশ সদস্যদের জন্য আয়োজিত নির্বাচনী প্রশিক্ষণ ভিজিট করলেন আইজিপি
মোঃ শামীম হোসেন - স্টাফ রিপোর্টার
১৫ নভেম্বর ২০২৫ শনিবার মাননীয় আইজিপি খুলনায় চলমান নির্বাচনী প্রশিক্ষণ কেন্দ্রগুলো পরিদর্শন করেন। নির্বাচনী দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে এই প্রশিক্ষণ গত ০৫ অক্টোবর তারিখে শুরু হয়। একে একে সকল পুলিশ সদস্য এই প্রশিক্ষণ গ্রহণ করবেন। পরিদর্শনকালে মাননীয় আইজিপি বাহারুল আলম প্রশিক্ষনার্থীদের সাথে মতবিনিময় করেন। পরিদর্শন শেষে তিনি পুলিশ ট্রেনিং সেন্টার খুলনার হলরুমে খুলনা বিভাগে পুলিশের বিভিন্ন ইউনিটে কর্মরত পুলিশ অফিসার ও ফোর্সের সাথে একটি মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন। মাননীয় আইজিপি বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে হলে পুলিশের সর্বস্তরে পেশাদারিত্ব, সততা ও দক্ষতার সাথে কাজ করতে হবে। তিনি এ বিষয়ে বেশ কিছু প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন। তিনি বলেন, এই প্রশিক্ষণ নির্বাচনী দায়িত্ব পালনের বিষয়ে ব্যাপকভাবে সহায়ক হবে। নির্বাচনকালীন সময়ে আইন-শৃঙ্খলা বজায় রাখা এবং ভোটকেন্দ্রে দায়িত্ব পালনের ক্ষেত্রেও এই ট্রেনিং বিপুলভাবে সহায়ক হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।পরিদর্শনকালে মাননীয় আইজিপি'র সংগে খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব মোঃ জুলফিকার আলী হায়দার, খুলনা রেঞ্জের ডিআইজি জনাব মোঃ রেজাউল হক, পিটিসি খুলনার কমান্ড্যান্ট জনাব মোঃ মাহবুবুর রহমান ভূঁইয়া, অতিরিক্ত পুলিশ কমিশনারসহ পুলিশের বিভিন্ন ইউনিটের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত