প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১৪, ২০২৫, ৯:৫৪ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১৪, ২০২৫, ৬:০৯ এ.এম
শেরপুরের ঝিনাইগাতীতে মসজিদের নির্মাণ কাজ উদ্বোধন
ঝিনাইগাতী উপজেলা প্রতিনিধি মারুফ হাসান নাঈম
শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার ধানশাইল ইউনিয়নের উত্তর কান্দলী গ্রামে আজ বৃহস্পতিবার দুপুরে মসজিদের নির্মাণ কাজ উদ্বোধন করা হয়েছে । শেরপুর তিন আসনের বিএনপির মনোনীত প্রার্থী কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য মাহমুদুল হক রুবেল মসজিদ নির্মাণ কাজের শুভ উদ্বোধন ঘোষণা করেন । মালএশিয়া প্রবাসী শামীম আহামেদের উদ্যোগে এ মসজিদের কাজ শুরু করা হয় । উদ্বোধন শেষে এলাকাবাসীদের নিয়ে ওয়ার্ড বিএনপির সভাপতি মতিউর রহমান মধুর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় । উপজেলা বিএনপির আহবায়ক শাহাজাহান আকন্দ, যুগ্ম আহবায়ক আবব্দুল মান্নান, ধানশাইল ইউনিয়নের সাধারণ সম্পাদক গোলাপ হোসেন সহ উপজেলা ও ইউনিয়ন , ওয়ার্ড বিএনপির নেতারা উপস্থিত ছিলেন । সভার প্রধান অতিথি মাহদুল হক রুবেল মসজিদের কাজ শুরু করায় এলাকাবাসীকে ধন্যবাদ জানিয়ে বলেন এই গ্রামটি বিএনপির ঘাঁটি বলে বিগত সরকারের সময় রাস্তাঘাটের কোন কাজ হয়নি যা আজ নিজে দেখে গেলাম । আপনারা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপিকে সমর্থন দিয়ে আমাকে ধানের শীষে ভোট দিয়ে এমপি নির্বাচিত করলে আমি প্রথম অধিবেশনে আপনাদের রাস্তাঘাট, মসজিদ, মাদ্রাসা সহ শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নের কাজ করার চেষ্টা করবো বলে আশ্বাস দেন । তিনি আরো বলেন ভোট কেন্দ্রে ভোটারদের ভোট দিতে বিএনপির নেতাকর্মীরা ঘরে ঘরে কাজ করার জন্যে ভোটারদের আগ্রহ করে গড়ে তুলার অনুরোধ করেন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত