প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১৪, ২০২৫, ৫:৩৯ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১৪, ২০২৫, ১:৫৬ পি.এম
কুড়িগ্রামে নাবালিকা মাদ্রাসাছাত্রীকে ধানক্ষেতে নিয়ে ধর্ষণের অভিযোগ
মাহিদুল ইসলাম মাহিন কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রাম সদর উপজেলার বারপুর খেলারচর এলাকায় নাবালিকা এক মাদ্রাসাছাত্রীকে ধানক্ষেতে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে চলতি মাসের ৪ তারিখে, রাত আনুমানিক ৮টা ৩০ মিনিটের সময়।অভিযোগকারী ভুক্তভোগীর মা মোছাঃ শেফালী বেগম জানান, তার ১৫ বছর বয়সী মেয়েটি স্থানীয় দাখিল মাদ্রাসার শিক্ষার্থী। প্রতিনিয়ত মাদ্রাসায় যাতায়াতের পথে পাশের বাড়ির যুবক মোঃ সবুজ মিয়া, মেয়েটিকে উত্ত্যক্ত করত এবং প্রেমের প্রস্তাব দিত। বিষয়টি জানানো হলে পরিবার মেয়েটিকে সতর্ক থাকার পরামর্শ দেয়।
তবে অভিযোগ রয়েছে, গত ৪ নভেম্বর রাতে ভিকটিম বাড়ির বাইরে বের হলে অভিযুক্ত সবুজ মিয়া কৌশলে তাকে প্রায় একশ’ গজ দূরে ধান ক্ষেতে নিয়ে যায় এবং সেখানেই জোরপূর্বক ধর্ষণ করে।
চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে অভিযুক্ত যুবক সেখান থেকে পালিয়ে যায়। এসময় এলাকাবাসী চায়না বেগম ও, আশিনা বেগম ঘটনাটি প্রত্যক্ষ করেন বলে জানা গেছে।
পরে বিষয়টি সালিশের মাধ্যমে মীমাংসার চেষ্টা করলে অভিযুক্ত পক্ষের সদস্য মোহাম্মদ আলী ও রহিমা বেগম ভুক্তভোগীর পরিবারকে হুমকি প্রদান করে এবং অপমানজনক আচরণ করে। অবস্থা আরো অবনতি হলে অবশেষে থানা গিয়ে অভিযোগ দায়ের করতে বাধ্য হয় পরিবার।নাবালিকাকে ধর্ষণের ঘটনাটি অত্যন্ত গুরুতর। আইন অনুযায়ী, এই অপরাধের জন্য দোষী প্রমাণিত হলে কঠোর শাস্তির বিধান রয়েছে।
এ ঘটনায় কুড়িগ্রাম থানা তদন্ত শুরু করেছে। ন্যায়বিচারের প্রত্যাশায় প্রহর গুনছে ভুক্তভোগী পরিবার।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত