প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১৩, ২০২৫, ১:৫৮ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১৩, ২০২৫, ১০:০৭ এ.এম
জেলা পর্যায়ের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করলেন খুলনার জেলা প্রশাসক
মো: শামীম হোসেন - স্টাফ রিপোর্টার
খুলনার জেলা প্রশাসক মোঃ তৌফিকুর রহমান ১৩ নভেম্বর বৃহস্পতিবার সকালে তাঁর সম্মেলনকক্ষে জেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন। মতবিনিময় সভায় জেলা প্রশাসক বলেন, তিনি খুলনা জেলার জলাবদ্ধতা নিরসন, যোগাযোগ, স্বাস্থ্য, শিক্ষাসহ বিভিন্ন ক্ষেত্রের উন্নয়নে কাজ করার সর্বোচ্চ চেষ্টা করেছেন। কাজের ক্ষেত্রে কর্মকর্তাদের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার এবং আসন্ন জাতীয় নির্বাচনের সময় সকল কর্মকর্তাদের সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করার আহবান জানান তিনি। সভায় খুলনা পুলিশ সুপার টিএম মোশাররফ হোসেন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা তাসলিমা আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিতান কুমার মন্ডল, ডেপুটি সিভিল সার্জন ডা. মোঃ মিজানুর রহমানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা বক্তৃতা করেন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত