প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১০, ২০২৫, ৯:৫২ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১০, ২০২৫, ৩:৩৮ পি.এম
নন্দীগ্রাম উপজেলা নবাগত ওসির সঙ্গে মানবাধিকার অ্যাসোসিয়েশন বগুড়া জেলা কমিটির সৌজন্য সাক্ষাৎ
তানসেন আলী মন্টু বগুড়া প্রতিনিধি
বাংলাদেশ জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশন বগুড়া জেলা কমিটির উদ্যোগে নন্দীগ্রাম উপজেলা নবাগত থানার সম্মানিত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব ফইম উদ্দিন এর সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন সংগঠনের জেলা সভাপতি ও চিকিৎসা প্রযুক্তিবিদ মোঃ আরমান হোসেন ডলার এর নেতৃত্বে জেলা কমিটির অন্যান্য নেতৃবৃন্দ।
আলোচনায় দেশের চলমান আইন-শৃঙ্খলা পরিস্থিতি, সামাজিক নিরাপত্তা, মানবাধিকার রক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির নানা দিক নিয়ে গঠনমূলক মতবিনিময় হয়।
এ সময় আরও উপস্থিত ছিলেন—
সহ-সভাপতি মোঃ তানসেন আলী মন্টু,
সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এ এস এম রায়হান,
কার্যনির্বাহী সদস্য মোঃ জিম হোসেন, মোঃ আকাশ মোল্লা, মোঃ তন্ময় সরকার, মোঃ এনামুল ও ডাঃ গোলাম মোস্তফা প্রমুখ।
এই সৌজন্য সাক্ষাতে নন্দীগ্রাম থানার নবাগত ওসি ফইম উদ্দিন মানবাধিকার রক্ষায় সম্মিলিত উদ্যোগের গুরুত্ব তুলে ধরে সংগঠনের সদস্যদের ধন্যবাদ জানান এবং ভবিষ্যতে পারস্পরিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত