প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ৯, ২০২৫, ৭:০৮ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ৯, ২০২৫, ৪:২৯ পি.এম
ময়মনসিংহে “নারীদের কণ্ঠস্বর” শীর্ষক র্যালি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার: মো: আল-আমীন আহমেদ, ময়মনসিংহ।
ময়মনসিংহ সদর উপজেলার পাটগুদাম উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে “নারীদের কণ্ঠস্বর” শীর্ষক নারী ও কিশোরীদের অংশগ্রহণে এক জনসচেতনতামূলক র্যালি ও উন্মুক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব প্রফেসর এস. এম. আরিফুর রহমান, বিসিএস (সাধারণ শিক্ষা), কলেজ পরিদর্শক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ময়মনসিংহ।
তিনি বলেন, “নারী ও কিশোরীরা আজ সমাজের প্রতিটি স্তরে নিজেদের মেধা, পরিশ্রম ও নেতৃত্বের মাধ্যমে অগ্রগতির নতুন দিগন্ত সৃষ্টি করছে। তাদের কণ্ঠস্বরকে গুরুত্ব দেওয়া মানেই টেকসই উন্নয়নের পথ সুগম করা।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাবা রেবেকা সুলতানা, নির্বাহী পরিচালক, অন্যচিত্র ফাউন্ডেশন; জনাবা নার্গিস সুলতানা, নির্বাহী পরিচালক, পরিবর্তন উন্নয়ন সংস্থা; জনাবা হোসনে আরা, নির্বাহী পরিচালক, অগ্রগতি প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা। তাঁরা বলেন, নারীর প্রতি সহিংসতা ও বৈষম্য বন্ধে সকলের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন; পাশাপাশি প্রতিবন্ধী নারী ও কিশোরীদের অংশগ্রহণ নিশ্চিত করে অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠন করতে হবে। সভায় আরও বক্তব্য রাখেন জনাব রফিকুল ইসলাম, প্রধান শিক্ষক, পাটগুদাম উচ্চ বিদ্যালয়। তিনি বলেন, “বিদ্যালয় পর্যায় থেকেই শিক্ষার্থীদের মধ্যে সমতা ও সম্মানবোধ গড়ে তুলতে হবে।”
সভায় সভাপতিত্ব করেন জনাব মো. হারুন উর রশীদ, উপ-পরিচালক, যুব উন্নয়ন অধিদপ্তর, ময়মনসিংহ। তিনি বলেন, “নারী ও তরুণদের নেতৃত্ব বিকাশের মাধ্যমে সামাজিক পরিবর্তন সম্ভব। যুবদের ইতিবাচক অংশগ্রহণই সমাজে স্থায়ী পরিবর্তন আনতে পারে।”
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মো: মামুন মিয়া, সভাপতি, প্রতিজ্ঞা যুব সংগঠন, ময়মনসিংহ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত