মো লুৎফুর রহমান রাকিব স্টাফ রিপোর্টার
কুমিল্লার চৌদ্দগ্রামে রবি/২০২৫-২৬ মৌসুমে সরিষা, গম, মসুর, সূর্যমুখী ও চিনাবাদাম ফসলের আবাদ ও উৎপান বৃদ্ধি লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক ৮শ কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ জামাল হোসেন।
চৌদ্দগ্রাম উপজেলা পরিষদ মিলনায়তনে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা কৃষি অফিসার মোঃ যোবায়ের আহমেদের সভাপতিত্বে বক্তব্য রাখেন চিওড়া ইউনিয়ন উপসহকারী কৃষি অফিসার মোঃ এনামুল হক ভূঁইয়া, কালিকাপুর উপসহকারী কৃষি অফিসার রফিকুল হাসান, কৃষকদের মধ্যে জামাল আহমেদ মোল্লা।
মুন্সিহাট ইউনিয়নের উপসহকারী কৃষি অফিসার আল আমিনের পরিচালনায় এ সময় অন্যন্যের মধ্যে উপস্থিত ছিলেন উপ-সহকারি কৃষি উদ্ভিদ সংরক্ষণ কৃষি কর্মকর্তা নাজমুল হাসান মজুমদার, উপসহকারী কৃষি অফিসার মোঃ আরিফ সোলাইমান মজুমদার প্রমুখ