মোঃ শামীম হোসেন - স্টাফ রিপোর্টার
খুলনার দাকোপ থানার অফিসার ইনচার্জ মোঃ সিরাজুল ইসলাম গুরুতর অসুস্থ হয়ে খুলনার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে তার দ্রুত সুস্থতা কামনা। ৮ নভেম্বর শনিবার দুপুর ৩ টার দিকে চালনা সবুজ পল্লীর বাসায় অবস্থান কালে তার বুকের ডান পাশে ব্যাথা অনুভব হয়। সাথে সাথে তাকে দাকোপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে তার শারীরিক অবস্থা আরো খারাপ হওয়ায় উন্নত চিকিৎসার জন্য খুলনা সিটি মেডিকেলে নেওয়া হয়েছে দ্রুত চিকিৎসার জন্য ।বর্তমানে সিটি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে। ওসির অসুস্থতার খবর শুনে তার চিকিৎসার খবর নেন দাকোপ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আসমত হোসেন, দাকোপ উপজেলার সকল দপ্তরের কর্মকর্তাবৃন্দ,সাংবাদিকবৃন্দ, দাকোপ থানার পুলিশ প্রশাসন, রাজনৈতিক নেত্রীবৃন্দসহ এলাকার সর্বস্থলের সুধীজন। দাকোপ থানার অফিসার ইনচার্জ সিরাজুল ইসলামের দ্রুত সুস্থতার জন্য সকলে দোয়া করেন মহান আল্লাহ তালার কাছে তাকে যেন দ্রুত সুস্থতা দান করে - আমিন।