শাল্লায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির পৃথক পৃথক আলোচনা সভাঃ
প্রতিনিধির নাম :
-
প্রকাশিত:
শনিবার, ৮ নভেম্বর, ২০২৫
-
১
বার পড়া হয়েছে

শাল্লা (সুনামগঞ্জ)প্রতিনিধিঃ
ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শাল্লা উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি-আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।( ৭ নভেম্বর) শুক্রবার শাল্লা সদরে বর্ণাঢ্য র্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলার পুরাতন শহীদ মিনার প্রাঙ্গণে নাসির উদ্দিন চৌধুরী বলয়ের নেতৃবৃন্দ, অবসরপ্রাপ্ত বিচারপতি মিফতাহ উদ্দীন চৌধুরী রুমি বলয়ের নেতৃবৃন্দ নবনির্মিত উপজেলা পরিষদ শহীদ মিনা প্রাঙ্গণে, অবসরপ্রাপ্ত বিচারপতি মিফতাহ উদ্দীন চৌধুরী রুমি বলয়ের নেতৃবৃন্দ ও উপজেলা পরিষদের পুরাতন মার্কেটের সামনে পাবেল চৌধুরী বলয়ের নেতৃবৃন্দ আলোচনা সভায় বক্তারা বলেন, ১৯৭৫ সালের এই দিনে আধিপত্যবাদী চক্রের সকল ষড়যন্ত্র রুখে দিয়ে আমাদের জাতীয় স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষার জন্য সিপাহী-জনতা কাঁধে কাঁধ মিলিয়ে রাজপথে নেমে এসেছিলো। তাদের ঐক্যবদ্ধ বিপ্লবের মাধ্যমেই রক্ষা পায় বাংলাদেশের স্বাধীনতা। আমাদের মূল লক্ষ্য হচ্ছে দেশে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করা। মানুষের গণতান্ত্রিক অধিকার তাদের হাতে ফিরিয়ে দেয়া। দেশে একটি সুন্দর নির্বাচন না হওয়া পর্যন্ত আমাদের সবাইকে রাজপথে থাকতে হবে। কারণ এখনো বিএনপিকে নিয়ে নানামুখী ষড়যন্ত্র হচ্ছে। নেতৃবৃন্দ আরো বলেন- বিএনপি একটি বড় দল অকেই মনোনয়ন প্রত্যাশী, কেন্দ্র যাকে মনোনয়ন দিবেন আমরা ধানের শীষের বিজয়ের লক্ষ্য তার সাথে কাজ করব।
সংবাদটি শেয়ার করুন
আরো সংবাদ পড়ুন