ঝিনাইগাতী উপজেলা প্রতিনিধি মারুফ হাসান নাঈম
শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উদ্যোগে ভোক্তা অধিকার আইন বাস্তবায়নে অভিযান পরিচালনা করা হয়েছে।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) সকালে উপজেলার ঝিনাইগাতী বাজারে এ অভিযান পরিচালনা করেন অধিদপ্তরের সহকারী পরিচালক কাজী রাকিবুল হাসান। অভিযানে মেয়াদোত্তীর্ণ ও অনুপযুক্ত খাবার রাখার দায়ে তিনটি কনফেকশনারি দোকানকে মোট ১১ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ব্যবসায়ীদের সতর্ক করা হয় এবং ভোক্তা অধিকার আইন মেনে চলার নির্দেশনা দেওয়া হয়।
অভিযানে সহকারী পরিচালকের সঙ্গে উপস্থিত ছিলেন ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্যানিটারি ইন্সপেক্টর আব্দুল মান্নান এবং আনসার সদস্যরা।