প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ৬, ২০২৫, ৯:৫৮ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ৬, ২০২৫, ৪:০৩ এ.এম
মধ্যনগরে শিক্ষার মান উন্নয়নে অভিভাবক ও সুধী সমাবেশ
শংকর ঋষি সুনামগঞ্জ জেলা প্রতিনিধিঃ
সুনামগঞ্জের নবগঠিত মধ্যনগর উপজেলায় মধ্যনগর বিশ্বেশ্বরী পাবলিক উচ্চ বিদ্যালয় ও কলেজে শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে এক অভিভাবক ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৫/১১/২০২৫ ইং) সকালে প্রতিষ্ঠান প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও উজ্জ্বল রায় এবং পরিচালনা করেন সহকারী শিক্ষক মাখম মহানায়ক।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ বিজন কুমার তালুকদার, উপজেলা বিএনপির আহ্বায়ক আবে হায়াত, যুগ্ম আহ্বায়ক আবুল বাশার, সদস্য কামাল হোসেন, সহকারী অধ্যাপক গোলাম জিলানী, সহকারী অধ্যাপক জসিম উদ্দিন মোল্লা, প্রভাষক সুজন সরকার, খালিসাকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রাশিদ, উপজেলা প্রেসক্লাবের সহসভাপতি মোছাববির তালুকদার, উপজেলা প্রাথমিক শিক্ষক কমিটির সদস্য মাহাবুবসহ অভিভাবকবৃন্দ ও স্থানীয় সুধীজন।
বক্তারা বলেন, শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের পারস্পরিক সহযোগিতা অত্যন্ত জরুরি। শিক্ষকরা জাতি গঠনের কারিগর—তাদের দায়িত্বশীলতা ও নিবেদিত মনোভাবের মাধ্যমেই শিক্ষার গুণগত মান বৃদ্ধি সম্ভব।
সভাপতির সমাপনী বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার উজ্জ্বল রায় বলেন, শিক্ষার পরিবেশ আরও সুন্দর ও ইতিবাচক করতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। তিনি অভিভাবক ও শিক্ষকদের পারস্পরিক সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করেন এবং শিক্ষার মানোন্নয়নে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের আশ্বাস দেন।
অনুষ্ঠান শেষে উপস্থিত সবাই বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন ও শিক্ষার্থীদের ভবিষ্যৎ কল্যাণে একসাথে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত