
মোঃ আল আমিন
অভিযান নিউজ টিভি
ক্রাইম রিপোর্টার নরসিংদী জেলা।
দেশব্যাপী ডেঙ্গু ও চিকুনগুনিয়া রোগের প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় জনসচেতনতা বৃদ্ধি ও জনকল্যাণমূলক কার্যক্রমের অংশ হিসেবে নরসিংদীতে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৫ নভেম্বর) শহরের সাটিরপাড়া কালী কুমার খেলার মাঠে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব), নরসিংদী জেলা শাখা এ ক্যাম্পের আয়োজন করে।
বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা জনকল্যাণমূলক কর্মসূচির অংশ হিসেবে এই ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। দিনব্যাপী আয়োজনে নবজাতক ও শিশু রোগ, গ্যাস্ট্রোএন্টারোলজি, মেডিসিন, নিউরো-মেডিসিন, গাইনী, হৃদরোগ ও অর্থোপেডিকসহ বিভিন্ন বিভাগের ১২ জন বিশেষজ্ঞ চিকিৎসক বিনামূল্যে চিকিৎসাসেবা ও পরামর্শ প্রদান করেন। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শতাধিক রোগী এ সেবা গ্রহণ করেন।
ক্যাম্পের উদ্বোধন করেন বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ড্যাব নরসিংদী জেলা শাখার সভাপতি ডা. এম. এস. এস. হাসান আল জামী।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড্যাব-এর প্রধান উপদেষ্টা অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার।
এ সময় আরও উপস্থিত ছিলেন— ড্যাব কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশিদ, মহাসচিব ডা. মো. জহিরুল ইসলাম শাকিল, বিএনপির কেন্দ্রীয় কমিটির স্বনির্ভর বিষয়ক সম্পাদক শিরিন সুলতানা, স্বাস্থ্য বিষয়ক সহ-সম্পাদক ডা. পারভেজ রেজা কাকন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনজুর এলাহী, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক,মহসীন হোসেন বিদ্যুৎ, নরসিংদীর সিভিল সার্জন ডা. সৈয়দ মোঃ আমিরুল হক এবং জেলা ড্যাবের সাধারণ সম্পাদক ডা. নুরুল্লাহ্ আল মাসুদ।
এছাড়া জেলা বিএনপির সহ-সভাপতি হারুন অর রশিদ, বি.জি. রশিদ নওশের, গোলাম কবির কামাল, জেলা ছাত্রদলের সভাপতি সিদ্দিকুর রহমান নাহিদসহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে খায়রুল কবির খোকন বলেন,“আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ইতোমধ্যে ২৩৭টি আসনে প্রার্থী ঘোষণা করেছে। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে সরকার গঠনের সুযোগ পেলে দেশের স্বাস্থ্যখাতে বৈপ্লবিক পরিবর্তন আনা হবে। দেশের একজন নাগরিকও যাতে চিকিৎসাসেবা থেকে বঞ্চিত না হয়— সেই লক্ষ্যেই বিএনপি।