সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময়: নরসিংদী জেলা জিসাসের নবনির্বাচিত কমিটির।
প্রতিনিধির নাম :
-
প্রকাশিত:
মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫
-
৪
বার পড়া হয়েছে

সালমা: স্টাফ রিপোর্টারঃ
নরসিংদী জেলা জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস) নরসিংদী জেলা শাখার নবগঠিত কমিটির পক্ষ থেকে নরসিংদী সদর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপি’র ধানের শীষ প্রতীক জনাব খায়রুল কবির খোকন ভাইয়ের সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়েছে। জিসাসের কেন্দ্রীয় কমিটির সভাপতি নাহিদ গুলনার ইভা আপার পক্ষ থেকে দায়িত্বপ্রাপ্ত হয়ে এই নবনির্বাচিত কমিটি নরসিংদী জেলায় তাদের সাংগঠনিক কার্যক্রম শুরু করেছে। [আজ ৪ তারিখ রোজ মঙ্গলবার সন্ধা৬.০০টার সময়] এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। নরসিংদী জেলা জিসাসের নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ তাদের প্রিয় নেতার সঙ্গে ফুলের শুভেচ্ছা ও অভিনন্দন বিনিময় করেন। এ সময় উপস্থিত ছিলেন নবগঠিত কমিটির: সভাপতি: ইঞ্জিনিয়ার আতিকুর রহমান সাধারণ সম্পাদক: জনাব শরিফুল ভূঁইয়া এবং কমিটির অন্যান্য সকল নেতৃবৃন্দ। জনাব খায়রুল কবির খোকন ভাইয়ের হাতে ফুলের তোড়া তুলে দিয়ে তাদের সাংগঠনিক কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করেন। খায়রুল কবির খোকন নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দকে আন্তরিক অভিনন্দন জানান এবং জেলায় জিসাসের কার্যক্রমকে আরও গতিশীল করার জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। তিনি আশা প্রকাশ করেন, এই নতুন কমিটি জিসাসের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ কেন্দ্রীয় কমিটির সভাপতি নাহিদ গুলনার ইভা আপার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতে ঐক্যবদ্ধভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
সংবাদটি শেয়ার করুন
আরো সংবাদ পড়ুন