দাকোপের সুতারখালী মাদ্রাসার কাজ উদ্বোধনের সময় সন্ত্রাসীদের হামলায় গুরুতর আহত ২
প্রতিনিধির নাম :
-
প্রকাশিত:
মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫
-
৯
বার পড়া হয়েছে

মোঃ শামীম হোসেন -স্টাফ রিপোর্টার
খুলনার দাকোপের সুতারখালী মাদ্রাসার কাজ উদ্বোধনের সময় সন্ত্রাসীদের হামলায় গুরুতর আহত ২ জন। মসজিদ কমিটি জানান সুতারখালী ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের কালাবগী সুতারখালী সানা বাড়ি রাজ্জাকিয়া ইবতেদায়ী মাদ্রাসার কাজ উদ্বোধনের সময় আওয়ামী লীগ, যুবলীগ সেচ্ছাসেবগলীগের কতিপয় কয়েকজন নেতা সঙ্গবদ্ধ হয়ে হামলা চালিয়ে ২ জন আহত করেছে। হামলা কারীরা হলো ১। রফিকুল ইসলাম (খোকন) মেম্বার ৪ নং ওয়ার্ড ও সহ-সভাপতি ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগ, ২। আব্দুল ওহাব গাজী সদস্য ইউনিয়ন আওয়ামী লীগ, ৩। জাহিদ হাসান সভাপতি কৃষক লীগ ৪ নং ওয়ার্ড, ৫।ফজলু গাজী, ৬/ জাহাঙ্গীর গাজী সদস্য ৪ নং ওয়ার্ড । এদের কাছে পারমিশন না নিয়ে সভাপতি মাদ্রাসার কাজ করছে বলে এরা সঙ্গবদ্ধ হয়ে এসে তাকে মারধোর এবং তার স্ত্রীর পায়ে লাঠি দিয়ে বাড়ি মারে বলে জানান। এমনকি মাথা ওয়ালের সাথে ধাক্কা দেয়,এবং কিল ঘুসি মারে ফলে শরিরের ২/৩ যায়গায় গুরুতর জখম হয়। হামলার শিকার হওয়ার পর তাদের ডাক চিৎকারে এলাকার লোকজন উপস্থিত হয়ে আহত ২ জনকে উদ্ধার করে চালনা হাসপাতালে নিয়ে যায় এবং সেখানে তারা চিকিৎসাধীন অবস্থায় আছে। আহতদের পরিবার সূত্রে জানা যায় এই হামলার প্রতিবাদে দাকোপ থানায় হামলাকারীদের শাস্তির দাবিতে মামলার প্রস্তুতি চলছে। এই নিয়ে এলাকায় চরম উত্তেজনা সৃষ্টি হয়েছে।
সংবাদটি শেয়ার করুন
আরো সংবাদ পড়ুন