চাঁদা না দেওয়ায়, মৌমিতা পরিবহনের সুপারভাইজার কে মারাত্মক জখম।
প্রতিনিধির নাম :
-
প্রকাশিত:
শনিবার, ১ নভেম্বর, ২০২৫
-
৯
বার পড়া হয়েছে

পারভিন আক্তার নারায়ণগঞ্জ প্রতিনিধি
পহেলা নভেম্বর রোজ শনিবার, অনুমানিক বারোটার সময়, নারায়ণগঞ্জের মেট্রো বাস কাউন্টারে, মৌমিতা পরিবহনের, সুপারভাইজার শামীম ও সজীবকে, আতঙ্কিত হামলা নির্যাতন এমনকি মারাত্মক জখম করে,
হামলাকারীরা হলো,
মোহাম্মদ আল-আমিন পিতা আক্তার,
মোঃ রানা, পিতা অজ্ঞত,
মোহাম্মদ নাঈম সহ আরো ৫-৭ জন যাদেরকে দেখলে চিনব,
হঠাৎ তারা আতঙ্কিতভাবে, অপারেশন চালিয়ে, অজ্ঞাত স্থানে চলে যায়, তারা পার্শ্ববর্তী বাগানের বাসিন্দার,
প্রত্যাশীরা জানান, এর আগেও তারা ৩, ৪ বার এরকম নির্যাতন চালিয়ে ছিলেন,
আহত ব্যক্তিদেরকে, প্রথমে খানপুর 300 শয্যা হসপিটালে, পরে এখান থেকে ঢাকা মেডিকেল হসপিটালে পাঠাইয়া দেওয়া হয়,
এখনো পর্যন্ত কারো নামে মামলা করা হয়নি, দুষ্কৃতিকারীরা আত্মগোপনে আছেন।
সংবাদটি শেয়ার করুন
আরো সংবাদ পড়ুন