প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১, ২০২৫, ৬:৪৫ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ৩১, ২০২৫, ২:১০ পি.এম
সোনামুখী মেলার মেয়াদ শেষ,প্রশাসনের উচ্ছেদ অভিযান
শ্পেশাল প্রতিনিধিঃমোঃআব্দুর রহিম
নির্ধারিত মেয়াদ শেষ হলেও চলছিলো সিরাজগঞ্জের কাজিপুরের স্বারদীয় দুর্গোউতসব উপলক্ষে ঐতিহ্যবাহী সোনামুখী মেলা। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আয়োজক কমিটিকে একাধিকবার মেলা বন্ধের নির্দেশ দেওয়া হলেও কোন কর্নপাত করেনি মেলা কমিটি।
ফলে শুক্রবার (৩১ অক্টোবর) বেলা এগারোটায় মেলায় সেনাসদস্য, থানা পুলিশ ও আনসার সদস্যদের সমন্বয়ে গঠিত যৌথবাহিনী উচ্ছেদ অভিযান চালায়। অভিযানের নেতৃত্ব দেন কাজিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোস্তাফিজুর রহমান।
জানা গেছে, শারদীয় দূর্গাপুজা উপলক্ষ্যে সিরাজগঞ্জের জেলা প্রশাসন থেকে গত ১০ অক্টোবর থেকে ২৪ অক্টোবর পর্যন্ত ১৫ দিনের জন্য কাজিপুরের সোনামুখী মেলার অনুমোদন নেন মেলা কমিটি । হিসেব অনুযায়ী মেলার অনুমোদিত মেয়াদ শেষ হওয়ার পরও মেলা বন্ধ না করে নিয়মিত চালিয়ে যাচ্ছিলো আয়োজকেরা। পরে মেলায় উচ্ছেদ অভিযান চালায় যৌথবাহিনী।
কাজিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান বলেন, “মেলা বন্ধ করতে আয়োজক কমিটিকে বারবার বলা হয়েছে। কিন্তু তারা বন্ধ করেননি। সরকারি নির্দেশনা অমান্য করায় আজকে অভিযান চালিয়ে সব উচ্ছেদ করা হয়েছে।
তিনি আরও বলেন, “অভিযান চলাকালে মেলায় ক্ষুদ্র ও কুটিরশিল্প ব্যবসায়ীদের পক্ষে তিনজন তাদের অপরাধ স্বীকার করেন এবং এমন অপরাধ আর করবেন না মর্মে মুচলেকা প্রদান করেন। ভোগ্যপণ্যের আর্থিক ক্ষয়-ক্ষতির বিষয় বিবেচনা করে ব্যবসায়ীদের নিজেদের সব কিছু দ্রুত সরিয়ে নেয়ার জন্য সুযোগ দেয়া হয়েছে।
কাজিপুর থানার অফিসার ইন চার্জ (ওসি) নূরে আলম শুক্রবার বিকেলে বলেন,তিন জনকে নিয়ে আসা হয়েছে। মেলার সবকিছু সরিয়ে না নেওয়া পর্যন্ত তাদের ছাড়া হবে না।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত