 
     
 এডমিন মোঃ সাঈম খান, ময়মনসিংহ
ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।।
একইদিনে অল্প সময়ের ব্যবধানে চাচা ভাতিজির মৃত্যু
১০ং বওলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম অ্যাডভোকেট আবুল ফজল তালুকদারের বড় মেয়ে ডাক্তার নাফিসা সুলতানা সাথী আজ ভোর ৭ ঘটিকার সময় ঢাকার এভারকেয়ার হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। এবং চাচা অদ্য ভোর ৬:৩০ মিনিটের সময় জনাব আবুল বাসার তালুকদার (ছোট আবু) নিজবাড়ীতে ইন্তেকাল করেন
তথ্য সুত্রে জানা যায়, বওলা তালুকদার বাড়ির শিক্ষানুরাগী আবুল বাশার তালুকদার ছিলেন বওলা মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি,বওলা ডিগ্রী কলেজের দাতা সদস্য,অবসরপ্রাপ্ত সেনা সদস্য.....
মরহুমের জানাজার নামাজ আজ বিকাল ৪ঃ-৩০ মিনিটে (সাড়ে চারটায়) বওলা মাধ্যমিক বিদ্যালয় ও ডিগ্রি কলেজ মাঠে অনুষ্ঠিত হবে।
আরেক দিকে ভাতিজীর মৃত্যুতে বওলা ইউনিয়ন জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। বওলা ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা ও সাবেক চেয়ারম্যান মরহুম এডভোকেট আবুল ফজল তালুকদার সাহেবের সুযোগ্য কন্যা, উক্ত কলেজের বর্তমান সভাপতি ডা. নাফিসা সুলতানা সাথী আজ সকালে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা এভারকেয়ার হাসপাতালে সকাল ৭ ঘটিকায় ইন্তেকাল করেছেন।
পরিবার সূত্রে জানা যায়, ডাক্তার নাফিসা সুলতানা সাথী জানাজার নামাজ রাত ৮,৩০মিনিটে বওলা কলেজ মাঠে অনুষ্ঠিত হবে।
আল্লাহ তাআলা তাঁদের দু’জনের আত্মাকে জান্নাতুল ফেরদৌসের উচ্চ মর্যাদা দান করুন এবং শোকসন্তপ্ত পরিবারকে এই কঠিন সময় অতিক্রম করার ধৈর্য ও শক্তি প্রদান করুন।আমিন।
ভাতিজির# জানাযার সময় রাত ৮.৩০সময় একই স্থানে।
