সামিরুল হক বাছির মাহমুদ সুনামগঞ্জ ( ধর্মপাশা) প্রতিনিধি
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নের রায়পুর গ্রামে একে পরিবারে খেলতে গিয়ে দুই শিশুর মৃত্যু।
২৯ অক্টোবর ২০২৫ইং রোজঃ বুধবার দুপুর ১ টা সময় এই ঘটনা ঘটে।
রায়পুর গ্রামের মোঃ আলম মিয়া ছেলে সাকিল( ৪) বছর
মোঃ শাফিকুল ইসলামের মেয়ে মোছাঃ সাইমা আক্তার (৫) নামে দুই শিশুর মৃত্যু হয়।
দুপুর ১ টা সময় তারা খেলতে গিয়ে ছিল কুরের পাড়ে তারপর থেকেই নিখোঁজ হয়।
দুপুর ৩ টা সময় আলম মিয়া ছেলে সাকিল এর লাশ পানির মধ্যে ভেসে ওঠে.
মেয়ে টা-ই লাশ ৫ টা সময় একে জায়গায় পাওয়া যা-ই।
সালিক. সাইমা তারা দুইজন আপন চাচাতো ভাই বোন.
নিহত সাকিল এর বাবা আলম মিয়া হাওরে মাছ ধরতে গিয়ে ছিল.। হাঠাৎ করে এই খবর শুনে বিশ্বাস করতে পারে নাই। তিনি বলেন আমি বাড়িতে থেকে আসার সময় আমার ছেলে আমাকে বলেন বাবা ২০ টা দিয়ে যাও আমি মজা খাইবো.।
নিহত সাইমা বাবা তিনি একজন ক্ষুদ্র কাঁচামালের ব্যবসায়ী তিনি গ্রামে গ্রামে গিয়ে কাঁচামাল বিক্রি করে।
তিনি বলেন আমি যাওয়ার সময় আমার মেয়ে কে মজা দিয়ে গেছে. আর এসে দেখে মেয়ে নাই।
নিহত দাদী বলেন আমি বাড়িতে থাকলে হয়তো আমার ভাই ও বোনের এমন মৃত্যু হয়তো না. তিনি বলেন আমি বেড়াইয়া যাওয়ার সময় তাদেরকে রেখে ভালো তারা আমাকে বলছিল দাদু আমাদেরকে নিয়ে যা-ও আমি তাদেরকে বুঝিয়ে রেখে গেছে আমি বলছিলাম দাদু তাড়াতাড়ি চলে আসবো কিন্তু আমি ঠিকই আসছি কিন্তু আমার ভাই ও বোন নাই. ও আল্লাহ।
তাদের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া পরে।
একে পরিবারে এমন ঘটনা প্রায়ই হয় হাওয়ার এলাকায়।
নিহত মামা মোঃ আরিয়ান হাসান হৃদয় তিনি বলেন আমরা ভাগনা. ভাগ্নে. তাদের পরিবারে খুব আদরের সন্তান ছিল। কিছু আগেই আমাদের বাড়ি থেকে বেড়াইয়া গেছে।
তিনি আরো বলেন আমার ভাগনা সাকিল আগামী কাল আমাদের বাড়িতে আসার কথা ছিল কিন্তু এটা আর হয় নাই।
এলাকা বাসী বলেন আমাদের এলাকার মানুষের আরো সচেতন হওয়া দরকার।
আর সকলেই বাড়ির পাশে গর্ত না করলেই এমন মৃত্যু হয়তো কমানোর সম্ভব।