কুয়েতে “প্রবাসীর জীবন” বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠিত
প্রতিনিধির নাম :
-
প্রকাশিত:
বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫
-
২
বার পড়া হয়েছে

শাহিন আকন, কুয়েত।
২৭ শে আগস্ট ২০২৫, কুয়েত প্রবাসী লেখক, আ ক ম আজাদ এর রচিত “দি পাথফাইন্ডার পাবলিকেশন্স” থেকে প্রকাশিত প্রবাসীদের কাতারে দাঁড়িয়ে দেখা “প্রবাসীর জীবন” বইয়ের আনুষ্ঠানিকভাবে মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয় আব্বাসিয়া জমজম হোটেলে।
কুয়েত প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা,সংগঠক ইঞ্জিনিয়ার শিহাব উদ্দিন সিদ্দিকী’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বইটির মোড়ক উন্মোচন করেন কুয়েত বাংলাদেশ কমিউনিটির সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী জনাব প্রকৌশলী মোহাম্মদ ফরিদ উদ্দিন। প্রবাস বাংলা মিডিয়া ও দি পাথফাইন্ডার পাবলিকেশন্স”এর পরিচালক আমির হোসেন এর শৈল্পিক পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে “প্রবাসীর জীবন”” বইয়ের উপর আলোকপাত করেন কুমিল্লা বিমানবন্দর বাস্তবায়ন পরিষদের সমন্বয়ক কামাল হোসেন, অনির্বাণ শিল্প-গোষ্ঠীর পরিচালক মোহাম্মদ শামসুদ্দোহা, ফ্যামিলি ফোরাম কুয়েতের সভাপতি আব্দুল হাই ভূঁইয়া, সাংবাদিক ইউনিয়নের সভাপতি নাসির উদ্দিন খোকন। প্রবাসীদের কাতারে দাঁড়িয়ে দেখা প্রবাস জীবনের বাস্তব অভিজ্ঞতা নিয়ে লেখা “প্রবাসীর জীবন” বইয়ের মোড়ক উন্মোচনে কুয়েত কমিউনিটির বিশিষ্ট সংগঠক ও নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সর্বজনাব রাশেদুল ইসলাম, মোহাম্মদ বিল্লাল হোসেন, মোহাম্মদ মিজানুর রহমান, আরিফ হোসেন,মোঃ জালাল উদ্দিন, আল-আমিন সরকার, মোহাম্মদ সেলিম,সাদেক রিপন, মোঃ বেলাল হোসেন, পেয়ার আহমেদ, বাবুল দাস, শাহ্ করিম, মোঃ মহিউদ্দিন প্রমুখ। প্রবাসী লেখক আ ক ম আজাদ এর প্রবাসীর জীবন বইটিতে প্রবাসীদের জীবনের সফলতা ব্যর্থতার বৃত্তান্তের পাশাপাশি দেশ ও প্রবাসে তাদের জীবনের বিভিন্ন সমস্যা, সম্ভাবনা, অধিকার ও নিরাপত্তার কথা বলা হয়েছে। বইটিতে প্রবাসে সফল হওয়ার দিক নির্দেশনা ও বাস্তব রূপায়ন বর্ণিত হয়েছে। সুধিবর্গ আশা প্রকাশ করেন, বইটি “প্রবাসী পরিবার ও রাষ্ট্রের সঙ্গে প্রবাসীদের ভাবনার সেতুবন্ধন রচনা করবে”। প্রবাস বাংলা মিডিয়া কুয়েত থেকে চতুর্থ বই “প্রবাসীর অধিকার” নামক গ্রন্থে বিশ্বের প্রবাসী সাহিত্যিক, লেখক,সাংবাদিক ও গবেষকদের লেখা আহ্বান করা হয়েছে। নৈশ ভোজের মাধ্যমে প্রাণবন্ত সভাটি সমাপ্ত হয়।
সংবাদটি শেয়ার করুন
আরো সংবাদ পড়ুন