
স্টাফ রিপোর্টার: মো: আল-আমীন আহমেদ,
উত্তরা, ঢাকা
২৯ অক্টোবর, সকাল ১১টায় IUBAT-এর ফোয়ারার এলাকা থেকে উদযাপিত হলো উজ্জ্বল বিশ্ব স্থায়িত্ব দিবস র্যালি, যার মূল উদ্দেশ্য পরিবেশ সচেতনতা বৃদ্ধি ও টেকসই ভবিষ্যতের জন্য পদক্ষেপ গ্রহণ। র্যালিতে উপস্থিত ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ডঃ মোঃ জাহিদ হোসেন, কন্ট্রোলার অব এক্সামিনেশন; ডঃ মোঃ মমতাজুর রহমান, রেজিস্ট্রার; প্রফেসর ডঃ মোঃ আতাউর রহমান, পরিবেশ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ও CGEC-এর পরিচালক, পাশাপাশি ফ্যাকাল্টি সদস্য, কর্মকর্তা ও শিক্ষার্থীরা।
এই বছরের থিম ছিল, “আমাদের গ্রহ বিপদে আছে, চলুন একসাথে কাজ করি এবং এটি রক্ষা করি,” যা অংশগ্রহণকারীদের পরিবেশ সুরক্ষা ও টেকসই উন্নয়নমূলক উদ্যোগ গ্রহণে অনুপ্রাণিত করেছে।
বিশ্বজুড়ে পালিত এই দিবসটি মূলত পরিবেশ, অর্থনীতি ও সামাজিক ক্ষেত্রে টেকসই উন্নয়নের গুরুত্ব সম্পর্কে মানুষকে সচেতন করার জন্য আয়োজন করা হয়। জলবায়ু পরিবর্তন, বন ধ্বংস, বায়ু ও পানি দূষণ এবং প্লাস্টিক দূষণের মতো সমস্যা মোকাবেলায় সরকার, শিক্ষা প্রতিষ্ঠান, এনজিও ও সাধারণ মানুষ বিভিন্ন কর্মসূচি পরিচালনা করে।
বিশ্ব টেকসইতা দিবসের কার্যক্রমের মধ্যে রয়েছে সচেতনতা বৃদ্ধি, র্যালি, আলোচনা সভা, পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষরোপণ এবং সামাজিক মাধ্যমে প্রচার। শিক্ষার্থী ও নাগরিকরা বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযান সম্পন্ন করে পরিবেশ রক্ষা ও টেকসই উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।