শেরপুরে পরকীয়া সন্দেহে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন
প্রতিনিধির নাম :
-
প্রকাশিত:
বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫
-
৫
বার পড়া হয়েছে

মোঃ আনোয়ার হোসেন শেরপুর জেলা প্রতি নিধি।
শেরপুর সদর উপজেলার কুসুমহাটি কান্দা শেরী এলাকায় পরকীয়া সন্দেহকে কেন্দ্র করে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন হয়েছে।
মঙ্গলবার মর্মান্তিক ঘটনাটি ঘটে। নিহত একাব্বর (২৮) ওই এলাকার মৃত হায়দার আলীর দ্বিতীয় স্ত্রীর ছেলে।
পারিবারিক সূত্র ও স্থানীয়দের বরাতে জানা গেছে, নিহত একাব্বরের ছোট ভাই ফারুক মিয়া বেশ কিছুদিন ধরে সন্দেহ করে আসছিলেন যে তার বড় ভাই একাব্বরের সঙ্গে নিজের স্ত্রী মাকসুদা বেগমের পরকীয়া সম্পর্ক রয়েছে। এ বিষয় নিয়ে তাদের মধ্যে প্রায়ই ঝগড়া-বিবাদ হতো।
ঘটনার দিন সকালেও একই বিষয় নিয়ে ফারুক ও তার স্ত্রীর মধ্যে তর্ক-বিতর্কের একপর্যায়ে উত্তেজিত হয়ে ফারুক মিয়া ঘরে থাকা ধারালো রামদা নিয়ে বড় ভাই একাব্বরের ওপর হামলা চালান। তিনি একাব্বরের শরীরের বিভিন্ন স্থানে একাধিক কোপ দেন, এতে তিনি গুরুতর জখম হন।
পরিবারের সদস্যরা রক্তাক্ত অবস্থায় একাব্বরকে উদ্ধার করে প্রথমে শেরপুর জেলা সদর হাসপাতালে নিয়ে যায় সেখানে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক দ্রুত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেয়। কিন্তু ময়মনসিংহ নেওয়ার পথেই একাব্বরের মৃত্যু হয়।
এ বিষয়ে অভিযুক্ত ফারুকের স্ত্রী মাকসুদা বেগম বলেন।
আমার সঙ্গে একাব্বরের কোনো সম্পর্ক ছিল না। ফারুক অনেকদিন ধরে নেশায় আসক্ত ছিল। নেশাগ্রস্ত অবস্থায়ই সে এমন ভয়ংকর কাজ করেছে।
শেরপুর সদর হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. প্রমা জানান
নিহত একাব্বরের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের কোপের গভীর চিহ্ন পাওয়া গেছে। অতিরিক্ত রক্তক্ষরণের কারণেই তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
এদিকে একাব্বরের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন আক্তার বলেন,
“এটি একটি পারিবারিক দ্বন্দ্ব থেকে উদ্ভূত হত্যা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বর্তমানে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে এখনো কাউকে আটক করা সম্ভব হয়নি। আইনগত প্রক্রিয়া চলছে।”
স্থানীয়রা জানান, নিহত একাব্বর এলাকার সজ্জন ও পরিশ্রমী যুবক হিসেবে পরিচিত ছিলেন। তার অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
সংবাদটি শেয়ার করুন
আরো সংবাদ পড়ুন