1. murshedkamalmizan@gmail.com : অভিযান নিউজ টিভি : অভিযান নিউজ টিভি
  2. info@www.ovizannewstv.com : অভিযান নিউজ টিভি :
বুধবার, ২৯ অক্টোবর ২০২৫, ০৯:০৪ অপরাহ্ন
শিরোনাম :
নরসিংদীতে বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচি-২০২৫ উদ্বোধন: রিজভী বললেন ‘ঐক্যবদ্ধ হোন’ মধ্যনগরে বিএনপি অফিসে হামলা ভাংচুরের প্রতিবাদে বিএনপির  বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ  শেরপুরে পরকীয়া সন্দেহে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন বাংলাদেশ সুপ্রিম পার্টি(বিএসপি)”র এর সুনামগঞ্জ জেলা শাখার কর্মী সম্মেলন অনুষ্ঠিত ইস্কন নিষিদ্ধের দাবিতে বারহাট্টায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল চৌদ্দগ্রামে সেনাবাহিনীর অভিযানে ইয়াবা ব্যবসায়ী গ্রেপ্তার IUBAT-এ বিশ্ব স্থায়িত্ব দিবস র‍্যালি: পরিবেশ সচেতনতা ও টেকসই ভবিষ্যতের আহ্বান খুলনার দাকোপে উপজেলা আইন- শৃঙ্খলা সমন্বয় মাসিক সভা অনুষ্ঠিত খুলনার দাকোপে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত দাকোপ-বটিয়াঘাটা তথা সমগ্র খুলনা-১ আসনের সাধারণ মানুষের প্রিয় মুখ, জনগণের হৃদয়ে স্থান করে নেওয়া এক সৎ, দূরদর্শী ও জনদরদি নেতা —জনাব জিয়াউর রহমান পাপুল

মধ্যনগরে বিএনপি অফিসে হামলা ভাংচুরের প্রতিবাদে বিএনপির  বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ 

শংকর ঋষি 
  • প্রকাশিত: বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫
  • ১১ বার পড়া হয়েছে

শংকর ঋষি

সুনামগঞ্জ জেলা প্রতিনিধি

সুনামগঞ্জের নবগঠিত  মধ্যনগর উপজেলার সদর ইউনিয়নের ৬নং ওয়ার্ড বিএনপি অফিসে ভাংচুর, সাধারণ কর্মীদের উপর হামলা ও দোকানে লুটপাটের ঘটনার প্রতিবাদে উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোসায়িদ তালুকদারের বিরুদ্ধে  বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ  সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৯ অক্টোবর) দুপুরে মধ্যনগর সদর বাজারে এলাকাবাসীর উদ্যোগে এ বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে অনুষ্ঠিত  হয়।

বিক্ষোভকারীরা অভিযোগ করে বলেন,  গোড়াডোবা বিল সংক্রান্ত একটি মিথ্যা মামলাকে কেন্দ্র করে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোশাহিদ তালুকদারের নির্দেশে ৬নং ওয়ার্ড বিএনপি অফিসে হামলা, ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন সাধারণ কর্মী আহত হয়েছেন এবং কয়েকটি দোকানে লুটপাট ও ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ ওঠে।

সমাবেশে বক্তারা বলেন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোশাহিদ তালুকদার দলের ভেতরে বিভাজন সৃষ্টির চেষ্টা করছেন। তার নির্দেশেই আমাদের ওয়ার্ড অফিসে হামলা ও লুটপাটের ঘটনা ঘটেছে। এ ধরনের কর্মকাণ্ড বিএনপির সাংগঠনিক ঐক্য ও ভাবমূর্তি ধ্বংস করছে।

বক্তারা আরও বলেন, যারা কর্মীদের উপর হামলা চালিয়েছে ও অফিস ভেঙেছে, তাদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। গণতান্ত্রিক আন্দোলনের পথে কোনো বাধা সহ্য করা হবে না।

সমাবেশে বক্তব্য রাখেন মধ্যনগর সদর ইউনিয়নের ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. এমদাদুল হক, সাংগঠনিক সম্পাদক ইদ্রিস মিয়া, পরেশ সরকার, জাহাঙ্গীর মিয়া ও মজিদ মিয়া প্রমুখ।

বক্তারা বলেন, মোশাহিদ তালুকদার ব্যক্তিগত স্বার্থে দলের ভেতরে বিভাজন তৈরি করে সংগঠনের ক্ষতি করছেন। তার বিরুদ্ধে দলীয় ও প্রশাসনিক তদন্ত হওয়া প্রয়োজন। তিনি বিগত সরকারের আমলে স্থানীয় এমপি মোয়াজ্জেম হোসেন রতনের আত্নীয় হিসেবে অনেক সরকারি টাকা  লুটপাট করেছে। এখন আওয়ামী লীগের লিটনের গোড়াডুবা বিল, সেই বিলের সেল্টার এখন মোসাহিদ তালুকদার দিয়ে বিএনপির লোকজনকে হামলা ও মামলায় জরাচ্ছেন।

বিক্ষোভে স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গসংগঠনের শতাধিক নেতাকর্মী ও এলাকাবাসী অংশগ্রহণ করেন। বক্তারা হামলার ঘটনার সুষ্ঠু তদন্ত করে  দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোশাহিদ তালুকদারকে বহিষ্কারের দাবী জানান।

অভিযুক্ত মোসাহিদ তালুকদার বলেন, আমার নির্দেশে কোন বিএনপি অফিস ও  দোকান পাট ভাংচুর হয়নি। আমার সাথে  বিল কেন্দ্রিক একটা মামলা নিয়ে জামেলা ছিল। আমার পতিপক্ষের লোকজন আমাকে ফাঁসানোর জন মিথ্যা নাটক সাজিয়েছে।

মধ্যনগর উপজেলা বিএনপির আহবায়ক আবে হায়াত বলেন, গত রাতে ৬ নং  ওয়াড বিএনপির সভাপতি আমাকে জানিয়েছেন মোসাহিদ তালুকদারের লোকজন অফিসে হামলা ও ভাংচুর করেছে, কিছু লোকজন উপর আঘাত করেছে। সে আজকে লিখিত ভাবে অভিযোগ করবে, বাজারে তার বিরুদ্ধে ভিক্ষুব মিছিল ও  প্রতিবাদ সমাবেশ হয়েছে। আমরা জরুরী বৈঠক ডেকে সকলের মতামত নিয়ে এই ব্যাপারে সিদ্ধান্ত নিবো।

##

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট