তালাত মাহামুদ বিশেষ প্রতিনিধি নরসিংদী ।
মঙ্গলবার (২৮ অক্টোবর), এক জনস্বার্থ সংশ্লিষ্ট রিটের শুনানি শেষে বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ মেঘনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন অবিলম্বে বন্ধের নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে, নরসিংদীর জেলা প্রশাসক (ডিসি), রায়পুরা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এবং এসিল্যান্ডকে (AC Land) এই আদেশ কার্যকরের নির্দেশ দেওয়া হয়েছে।
এছাড়াও, নবীনগরের মেসার্স সামিউল ট্রেডার্সকে বালু উত্তোলনের ইজারা কেন বাতিল করা হবে না এবং অবৈধ বালু উত্তোলন বন্ধে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত। চার সপ্তাহের মধ্যে বিবাদীদের এই রুলের জবাব দিতে বলা হয়েছে।
এবং জেলা প্রশাসকের পক্ষ থেকে জানানো হয়েছে নরসিংদী জেলায় কোন বালু মহল লিজ নেই কেউ উঠালে আইনগত ব্যবস্থা করা হবে ।
এ ব্যাপারে নরসিংদী মেঘনা নদী রক্ষা আন্দোলনের আহ্বায়ক নরসিংদী সদর প্রেসক্লাবের সভাপতি মাসুদ রানা বাবুল হাইকোর্টকে ধন্যবাদ জানান এবং নরসিংদী সদরে সকল প্রকার ভালো উত্তোলন বন্ধের দাবি জানান ।