মোঃ শামীম হোসেন - স্টাফ রিপোর্টার
ডিআরআর-সিসিএ প্রকল্প এর সহযোগিতায় উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি (UzDMC)-এর ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয় ২৯ অক্টোবর বুধবার দুপুর ১২ টা ৩০ মিনিটে দাকোপ উপজেলা কমপ্লেক্স হল রুমে। সভায় সভাপতিত্ব করেন মোঃ আসমত হোসেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান, এবং সভা পরিচালনা করেন মোঃ সাহিদুল্লাহ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (PIO), দাকোপ উপজেলা। সভায় উপজেলা ভূমি কর্মকর্তা, কৃষি কর্মকর্তা, পশুসম্পদ কর্মকর্তা, এলজিইডি নির্বাহী প্রকৌশলী ও সাংবাদিকবৃন্দ সহ কমিটির সদস্যরা অংশগ্রহণ করেন। এছাড়াও প্রকল্পের মিল সমন্বয়কারী মোঃ ইব্রাহিম হোসেন সহ প্রকল্পের কর্মকর্তা ও কর্মীগণ। ইউনিয়ন চেয়ারম্যানগণ, সিপিপি সদস্য, এবং স্থানীয় এনজিও JJS, ও নবলোক এর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সভায় দুর্যোগ প্রস্তুতি ও প্রতিরোধে উপজেলা পর্যায়ে সরকারি-বেসরকারি সমন্বয় জোরদার করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।