মোঃ শামীম হোসেন - স্টাফ রিপোর্টার
খুলনার দাকোপে উপজেলা আইন- শৃঙ্খলা সমন্বয় মাসিক সভা অনুষ্ঠিত হয় ২৯ অক্টোবর বুধবার বেলা ১১ টায় দাকোপ উপজেলা কমপ্লেক্স হল রুমে। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আসমত হোসেন, । সভায় উপস্থিত ছিলেন উপজেলা ভূমি কর্মকর্তা মোঃ সেবগাতুল্যাহ , দাকোপ থানার অফিসার ইনচার্জ মোঃ সিরাজুল ইসলাম, কৃষি কর্মকর্তা, পশুসম্পদ কর্মকর্তা, সমবায় কর্মকর্তা,সমাজ সেবা কর্মকর্তা, এলজিইডি নির্বাহী প্রকৌশলী, সেনাবাহিনী কর্মকর্তা ও দাকোপ প্রেসক্লাবের সভাপতি মোঃ শামীম হোসেন সহ কমিটির সদস্যরা অংশগ্রহণ করেন। এছাড়াও প্রতিটি ইউনিয়নের সচিব, সিপিপি সদস্য কর্মকর্তা, গ্রাম পুলিশ প্রতিনিধি উপস্থিত ছিলেন। সভায় খেয়া- ঘাট সংস্কার, বাল্য বিবাহ প্রতিরোদ, নদী-খাল দখল মুক্ত, রাস্তা- ঘাটে গরু- ছাগল বাধা বন্ধ করা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও প্রতিরোধে উপজেলা পর্যায়ে সরকারি-বেসরকারি সমন্বয় জোরদার করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।