শাল্লায় ও এম এস এর আটা বিক্রি খুশিতে নিম্ন আয়ের পরিবার গুলো
প্রতিনিধির নাম :
-
প্রকাশিত:
মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫
-
৫
বার পড়া হয়েছে

মোঃ দিলুয়ার হোসেন শাল্লা (সুনামগঞ্জ) প্রতিনিধি
শাল্লা উপজেলা সরকারি নির্ধারিত দামে সাধারণ মানুষের মাঝে আটা বিক্রয়ের কার্যক্রম চলমান রয়েছে তাতে করে খুশি নিম্নআয়ের ও খেটে খাওয়া সাধারণ মানুষ।
মঙ্গলবার (২৮ অক্টোবর ) সকাল ৯ টা হতে খাদ্য অধিদপ্তর কর্তৃক পরিচালিত শাল্লা উপজেলার প্রাণীসম্পদ হাসপাতাল রোড ঘুঙ্গিয়ার গাঁও বাজার মেসার্স লোকনাথ ভান্ডার দোকানে ওএম,এস, ডিলার স্বপন কুমার পালের মাধ্যমে জন প্রতি ৫ কেজি করে আটা সরকার নির্ধারিত ২৪ টাকা কেজি দরে বিক্রি করা হচ্ছে।
সরকার ন্যায্যমূল্যে খাদ্যপণ্য মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। তারই অংশ হিসেবে ওএমএস ডিলার স্বপন কুমার পালের মাধ্যমে জনপ্রতি ৫ কেজি করে ২৪ টাকা দরে আটা বিক্রয় করছেন। সাধারণ মানুষ যাতে ন্যায্যমূল্যে আটা কিনতে পারে। এ ব্যাপারে স্থানীয় প্রশাসন নিয়মিত তদারকি করছেন।
এ বিষয়ে ও এমএস, ডিলার স্বপন কুমার পাল সাংবাদিক কে জানান আমার বাড়ি ডুমরা আমরা শুকুর শনি বাদ দিয়া ডেলি ৫০০ কেজি আটা মাতা পিচু ৫ কেজি ২৪ টাকা করে বিক্রি করা হচ্ছে। এবং মালের চাহিদা কুব বেশি, যদি এক টন করে হয় তখন ভাল হতো ।
উল্লেখ্য, শাল্লা উপজেলার ঘুঙ্গিয়ার গাঁও প্রাণীসম্পদ হাসপাতাল রোড মেসার্স লোকনাথ ভান্ডার স্বপন কুমার পাল ডিলার প্রতি ৫০০ কেজি করে আটা বিক্রি করতে পারবেন। প্রতিদিন নির্দিষ্ট সময় পর্যন্ত নির্ধারিত পরিমাণ আটা বিক্রি করা হবে এবং যে কেউ লাইনে দাঁড়িয়ে ২৪ টাকা ধরে ভোক্তা প্রতি পাঁচ কেজি করে আটা ক্রয় করতে পারবেন ।
সংবাদটি শেয়ার করুন
আরো সংবাদ পড়ুন