
বার্তা প্রেরণ, মোহাম্মদ নাজির খান নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি,
গোপন সূত্রে খবর পেয়ে, ২৭/১০/২০২৫, রাত ৮,৩০ ঘটিকার সময়,
খন্দকার শমিত রাজা,
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, জেলা প্রশাসকের কার্যালয়, মোঃ ফিরোজ আহমেদ,
সহকারি রাজস্ব কর্মকর্তা, কাস্টম এক এক্স ইজ ও ভ্যাট,
শিবপুর সার্কেল নরসিংদী, নেতৃত্বে,
RAB ১১,ও পুলিশের সহযোগিতায়, ইব্রাহিম টেক্সটাইল মিল, এর ভিতরে ২ নম্বর, গোদনাইল সিদ্ধিরগঞ্জ এলাকায়,
রয়েল টোবাকো কোম্পানির, লিংক ও ব্যান্ডের সিগারেটের কোম্পানিতে,
অভিযান চালিয়ে, ১,২৯,৪৮০, শালক , জব্দ করে, লিংক ও পলো প্যান্টের সিগারেট,
যাহার বাজার মূল্য ,৭,৭৬,৮৮০, টাকা,
উক্ত কোম্পানির দায়িত্বপ্রাপ্ত, কর্মকর্তার, মোঃ মহারাজ হোসেন, ৫২, পিতা মৃত্যু, মকবুল আলী হাওলাদার, মাতা লালমনি বিবি, সাং সিদুরগঞ্জ নারায়ণগঞ্জ,
দন্ডবিধি, ১৮৬০ এর ২৬২, ধারায়,
সাক্ষী, আবু বক্কর সিদ্দিক, ২১, পিতা, ইস্কান্দর গাজী, ও আবু মুরাত, ৩৫, পিতা বেলজর আহমেদ, উভয়ের ঠিকানা,২ নম্বর, গোদনাইল সিদ্ধিরগঞ্জ নারায়ণগঞ্জ উপস্থিতিতে,
২ লক্ষ টাকা নগদ জরিমানা এবং আদায় করা হয়,
যাহার মামলা নম্বর, ৬০/২০২৫,
জব্দকৃত মালামাল, খন্দকার শমিত রাজা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এর জিম্বায়, সিলগালা করে রাখা হয়,
জানা যায় এই প্রতিষ্ঠানটিকে ৪-৫ মাস পূর্বেও আরেকবার, একেই অপরাধে, এক লক্ষ টাকা জরিমানা করা হয়েছিল,
RAB কর্মকর্তা সাংবাদিকদের কে জানান, আমাদের এই অভিযান চলমান থাকবে।
অভিযানটি, রাত, ৮,৩০ হইতে দশটায় শেষ হয়।