1. murshedkamalmizan@gmail.com : অভিযান নিউজ টিভি : অভিযান নিউজ টিভি
  2. info@www.ovizannewstv.com : অভিযান নিউজ টিভি :
সোমবার, ২৭ অক্টোবর ২০২৫, ০৮:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
ধর্মপাশা থেকে গাছতলা পর্যন্ত রাস্তা পূর্ণ নির্মাণের দাবিতে. ২ ঘন্টা সড়ক অবরোধ পঞ্চগড়ে ঐতিহ্যবাহী আলোয়াখোয়া পূর্ণিমা রাশ মেলার প্রস্তুতিমূলক সভা নরসিংদীর আলোকবালী ইউনিয়নের অশান্তির সৃষ্টির অন্যতম কারিগর বুটেক্সে অনুষ্ঠিত আন্তঃবিশ্ববিদ্যালয় টেক্সটাইল উদ্ভাবন ও গবেষণা প্রতিযোগিতা ‘টেক্সভার্স ২০২৫’ সরিষাবাড়ীতে কর্মী সভা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে মেট্রোরেল দুর্ঘটনায় নিহত পরিবার পাবে ক্ষতিপূরণ ঝিনাইগাতীতে রাস্তা সংস্কারের অনুমোদন হওয়ায় এলাকাবাসীর উচ্ছ্বাস খুলনা বিভাগের মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে তারেক রহমানের বৈঠক কাল সকল নাগরিকের সম্মানজনক নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করার জন্য সর্বজনীন পেনশন স্কিম -মন্ত্রিপরিষদ সচিব কেসিসিতে কোভিড রেসপন্স এন্ড রিকোভারি প্রজেক্টের কর্মশালা অনুষ্ঠিত

ধর্মপাশা থেকে গাছতলা পর্যন্ত রাস্তা পূর্ণ নির্মাণের দাবিতে. ২ ঘন্টা সড়ক অবরোধ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫
  • ৩ বার পড়া হয়েছে

সামিরুল হক বাছির মাহমুদ( ধর্মপাশা) সুনামগঞ্জ প্রতিনিধি

সুনামগঞ্জের ধর্মপাশা থেকে গাছতলা পর্যন্ত সড়কটি দ্রুত পূর্ণ নির্মাণের দাবিতে দুই ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছে নাগরিক অধিকার আন্দোলন ধর্মপাশা । সোমবার সকাল ১১ ঘটিকায় ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অবরোধ চলাকালে যান চলাচল বন্ধ হয়ে যায়,কর্মসূচিতে নাগরিক অধিকার আন্দোলনের পক্ষ থেকে জানানো হয়, ৭২ ঘণ্টার মধ্যে সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের ধর্মপাশায় এসে কাগজপত্রসহ আলোচনায় বসতে হবে। জনগণের দাবি উপেক্ষা করা হলে কঠোর কর্মসূচি দেওয়া হবে।

তারা আরও বলেন, আর তালবাহানা নয়, জনগণের অধিকার আদায়ে আমরা আন্দোলন করছি এবং করবও। অতি শীঘ্রই এই রাস্তাটি পূর্ণ সংস্কার করতে হবে। অবরোধ কর্মসূচি সঞ্চালনা করেন নাজমুল ইসলাম তপু। বক্তব্য রাখেন, আজহারুল ইসলাম দীপ্ত, মুফতী যোবায়ের আলম, মুফতী মুফিদ আহমদ, সামিউল ইসলাম সৌরভ, অনিক মজুমদার, মুফতী মুহসিন উদ্দিন, মাও: সদরুল আমিন প্রমুখ।

সভাপতিত্ব করেন মোল্লা মাহমুদ হাসান, প্রধান সমন্বয়কারী, নাগরিক অধিকার আন্দোলন, ধর্মপাশা।স্থানীয় নাগরিকরা জানান, দীর্ঘদিন ধরে ধর্মপাশা-গাছতলা সড়কটি বেহাল অবস্থায় রয়েছে। এ সড়ক সংস্কারের দাবিতে এর আগেও কয়েকবার আন্দোলন হয়েছে, কিন্তু কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি।

শামীম হোসেন, উপ-সহকারী প্রকৌশলী (সড়ক বিভাগ) নেত্রকোনা,তিনি বলেন, ১৩ কোটি টাকার একটি বরাদ্দ হয়েছে। এই মাসেই জিও (GO) জারি হলে টেন্ডার প্রক্রিয়ার মাধ্যমে ডিসেম্বর বা জানুয়ারির মধ্যে কাজ শুরু করতে পারব। কাজটি একদম স্থায়ীভাবে করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট