স্টাডি অ্যাব্রোড ফেয়ার ২০২৫: বিদেশে উচ্চশিক্ষার স্বপ্ন বাস্তবায়নে শিক্ষার্থীদের আগ্রহে উৎসবমুখর মেলা
প্রতিনিধির নাম :
-
প্রকাশিত:
রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫
-
৭
বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, মো: আল-আমীন আহমেদ, ঢাকা।
বিদেশে উচ্চশিক্ষা নিতে আগ্রহী শিক্ষার্থীদের জন্য শুরু হয়েছে দুই দিনব্যাপী ‘স্টাডি অ্যাব্রোড ফেয়ার ২০২৫’। রাজধানীর আগারগাঁওয়ের বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে শুক্রবার সকালে শুরু হওয়া এই আয়োজন শেষ হবে আজ শনিবার। মেলার আয়োজন করেছে দৈনিক প্রথম আলো।
‘উচ্চশিক্ষার স্বপ্ন দেখো, বিশ্বজুড়ে…’ স্লোগানে আয়োজিত এই ফেয়ারে সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত ভিড় করছেন বিদেশে পড়াশোনায় আগ্রহী শিক্ষার্থী, অভিভাবক ও তরুণ পেশাজীবীরা।
মেলায় বিদেশে পড়াশোনা, ভর্তি প্রক্রিয়া, স্কলারশিপ, ভিসা ও আবেদন সংক্রান্ত বিস্তারিত তথ্য ও পরামর্শ পাওয়া যাচ্ছে। শিক্ষার্থী ও অভিভাবকদের জন্য রয়েছে তথ্যবহুল একাডেমিক আলোচনা, প্যানেল সেশন এবং অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর বিশেষ অফার। ব্রিটিশ কাউন্সিল নিবেদিত এই ফেয়ারের পাওয়ার্ড বাই সহযোগী ইউসিএসআই ইউনিভার্সিটি বাংলাদেশ ব্রাঞ্চ ক্যাম্পাস, আর ব্যাংকিং পার্টনার হিসেবে রয়েছে প্রাইম ব্যাংক। সহযোগী প্রতিষ্ঠান হিসেবে কাজ করছে ফ্যাড–ক্যাব (Foreign Admission and Career Development Consultants Association of Bangladesh)। দেশের শীর্ষস্থানীয় শিক্ষা পরামর্শক প্রতিষ্ঠানগুলো অংশ নিচ্ছে এ মেলায়। এর মধ্যে রয়েছে— মেইসেস এডুকেশন মিট, সেনজেন এডু লিমিটেড, সিএইচএস এডুকেশন, টেন মিনিট স্কুল, বিডি এক্সপার্ট এডুকেশন কনসালট্যান্সি, এডুকেশন অ্যাট, ম্যাক্সিমাস এডুকেশন অ্যান্ড মাইগ্রেশন, এনএইচপি, ইউনিভার্সাল কলেজ বাংলাদেশ, ব্যাকবন লিমিটেড, কোয়েস্ট এডুকেয়ার, ইউনিভার্সাল এডুকেশন, গ্লোবাল ভিশন, ফরেন স্টাডি সল্যুশন, এসটিএস গ্লোবাল এডুকেশন, এডভয়, হক কনসালট্যান্সি, এডুএইড ইমিগ্রেশন সার্ভিসেস ও এডু এইমার্স।
এ ছাড়াও বিনোদন ও খাবারের স্টল হিসেবে রয়েছে চরকি, কেএফসি ও প্রথমার উপস্থিতি।
সেশন ও আলোচনা: মেলায় চলছে নানা বিষয়ক সেশন ও প্যানেল ডিসকাশন। শুক্রবার বিকেল ৫টায় ‘এডুকেশন কনসালট্যান্সি উইথ গুগল বাই আলেফ’ বিষয়ে বক্তব্য রাখেন গুগলের পার্টনার ডিরেক্টর আহসানুর রহমান। সন্ধ্যা ৬টায় ‘স্টাডি অ্যাব্রোড’ বিষয়ক প্যানেল ডিসকাশনে অংশ নেন বিভিন্ন শিক্ষা পরামর্শক। শনিবারের সেশনগুলো দুপুর ১২টায়: ‘স্টাডি ইন ইউকে অ্যান্ড ইউরোপ’ বিকেল সাড়ে ৪টায়: ‘আইইএলটিএস অ্যান্ড স্টাডি অ্যাব্রোড’— অনলাইন এডুকেশন কনটেন্ট ক্রিয়েটর মুনজেরিন শহীদ সন্ধ্যা ৬টায়: ‘স্টাডি ইন নিউজিল্যান্ড অ্যান্ড অস্ট্রেলিয়া’ সেনজেন এডু লিমিটেডের সিইও মনিরুল হক বলেন, “প্রথম আলো আয়োজিত এই ফেয়ারটি শিক্ষার্থীদের জন্য দারুণ উদ্যোগ। বিদেশে পড়াশোনার স্বপ্ন দেখা তরুণদের জন্য এটি এক জায়গায় সব তথ্য জানার সুযোগ তৈরি করেছে।” স্টাডি অ্যাব্রোড উইথ মেইসেসের ম্যানেজিং পার্টনার রুহাম মনজুর জানান, “আমরা ইউকে, অস্ট্রেলিয়া, জাপান, কানাডা, মালয়েশিয়া ও যুক্তরাষ্ট্র—এই ছয় দেশে প্রায় তিনশ বিশ্ববিদ্যালয়ের সঙ্গে কাজ করছি। আমাদের লক্ষ্য শিক্ষার্থীদের গ্লোবাল সিটিজেন হিসেবে গড়ে তোলা।” যারা সরাসরি মেলায় যেতে পারবেন না, তাদের জন্য রয়েছে অনলাইন ফেয়ারের সুযোগ। ওয়েবসাইট: www.studyabroadfair.pro – যেখানে ২ নভেম্বর পর্যন্ত চলবে ১০ দিনব্যাপী অনলাইন আয়োজন। শিক্ষার্থীরা অনলাইনে অংশ নিয়ে তথ্য সংগ্রহ, প্রতিনিধিদের সঙ্গে সরাসরি কথা বলা এবং কুইজে অংশ নিয়ে পুরস্কার জেতার সুযোগ পাবেন। বিদেশে পড়াশোনার স্বপ্ন দেখা তরুণদের জন্য এই ফেয়ার এক অনন্য সুযোগ। এখানে এসে শিক্ষার্থীরা এক জায়গায় বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয়, স্কলারশিপ ও আবেদন প্রক্রিয়া সম্পর্কে জানতে পারছেন— যা তাদের ভবিষ্যৎ সিদ্ধান্তে আত্মবিশ্বাস যোগাচ্ছে।
সংবাদটি শেয়ার করুন
আরো সংবাদ পড়ুন