প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ২৬, ২০২৫, ১০:৫৯ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২৬, ২০২৫, ৩:৫১ এ.এম
দাকোপে ৫০ কেজি হরিণের মাংসসহ ইয়াসমিন আরাফাত গাজী ও মাসুম গাজী আটক
মোঃ শামীম হোসেন - স্টাফ রিপোর্টার
খুলনার দাকোপে হরিণের মাংস সহ দুই যুবক আটক। জানা যায় গোপন সংবাদের ভিত্তিতে ২৫ অক্টোবর শনিবার আনুমানিক ভোর ০৪:০০ টায় খুলনা রেঞ্জের কালাবগী ফরেস্ট স্টেশনের স্টাফদের টহলকালীন সময় কালাবগী খাল এলাকা থেকে ডিঙ্গি নৌকা- ০১ টি, হরিণের মাংস আনু.- ৫০ কেজি ও আনুষঙ্গিক জিনিসপত্র জব্দ করা সহ ০২ (দুই) জন আসামীকে গ্রেফতার করা হয়। আটককৃত আসামীরা হলো সুতারখালী ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ও আবদুল মজিদ গাজীর ছেলে কালাবাগি ৮ নং ওয়ার্ডের অধিবাসী ইয়াসিন আরাফাত মিলন গাজী (৪০) ২/ একই ওয়ার্ডের হাসান গাজীর ছেলে মাসুম গাজী (৪২)। ফরেস্ট স্টেশন কর্মকর্তারা জানান আটককৃত আসামিদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে এবং যথাযথ আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়াও সুন্দরবন রক্ষায় বন বিভাগের অভিযান অব্যহত থাকবে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত