খুলনার দাকোপে ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় জিয়াউর রহমান পাপুল
প্রতিনিধির নাম :
-
প্রকাশিত:
রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫
-
৭
বার পড়া হয়েছে

মোঃ শামীম হোসেন – স্টাফ রিপোর্টার
খুলনার দাকোপ উপজেলার বাজুয়া এসএন কলেজ মাঠে অনুষ্ঠিত ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ২৫ অক্টোবর শনিবার বিকাল ৩ টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হয়। ফাইনালে পশ্চিম বাজুয়ার ভাই বন্ধু ফুটবল একাদশ ৫-০ গোলে বাগেরহাটের রবি ভাইয়ের মেজমান বাড়ি হোটেল একাদশকে পরাজিত করে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-১ আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী জিয়াউর রহমান পাপুল টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। তিনি বলেন, আমি একজন ক্রিড়া ব্যক্তিত্ব, আমি যুবসমাজের কর্মসংস্থানের পাশাপাশি ক্রিড়ার প্রতি সম্পৃক্ততায় কাজ করবো। সুবিধাবঞ্চিত এই অঞ্চলের জনসাধারণের চাহিদার প্রতিফলিত ঘটাতে আমি অঙ্গীকারবদ্ধ। বাজুয়া ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক সরদার জুলফিকার আলী জুলুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন খুলনা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোল্যা খায়রুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খুলনা জেলা বিএনপির সদস্য সুলতান মাহমুদ, শাকিল আহমেদ দিলু, জি.এম রফিকুল হাসান, মনিরুজ্জামান লেলিন, বটিয়াঘাটা উপজেলা বিএনপির আহবায়ক এজাজুর রহমান শামীম, খুলনা মহানগর বিএনপির নেতা শেখ জামালউদ্দিন, খুলনা জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক আনোয়ার হোসেন আনো, দাকোপ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও কৈলাশগঞ্জ ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক গাজী জাহাঙ্গীর আলম, চালনা পৌর বিএনপির সাবেক সদস্য সচিব আল আমিন সানা, দাকোপ উপজেলা যুবদল নেতা অমল গোলদার, গাজী ফয়সাল আলম, উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক এসএম শামীম, মহিলা নেত্রী কৌশল্যা রায়, ছাত্রদল নেতা প্রসেন রায়, বিএনপি নেতা মাইনুদ্দিন খান,আলামিন হোসেন রিংকু, হাফিজুল শেখ, কবির, সেলিম শেখ, ছাত্রদল নেতা রিয়াজ মোরশেদ প্রমূখ।
সংবাদটি শেয়ার করুন
আরো সংবাদ পড়ুন