প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ২৫, ২০২৫, ৬:১৮ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২৪, ২০২৫, ১:৫৬ পি.এম
মান্দায় ধানের শীষের প্রার্থী এম এ মতিনের ব্যানার ছেঁড়ার অভিযোগে ক্ষোভ
আল আমিন, মান্দা,নওগাঁ প্রতিনিধি:
নওগাঁর মান্দা (নওগাঁ–৪) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী জননেতা এম এ মতিনের সমর্থকদের ব্যানার ও পোস্টার ছেঁড়ার অভিযোগ উঠেছে। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকাজুড়ে বিরূপ প্রতিক্রিয়া ও নিন্দার ঝড় উঠেছে। স্থানীয় নেতাকর্মী ও সমর্থকরা জানান, নির্বাচনী মাঠে প্রতিদ্বন্দ্বিতা থাকা সত্ত্বেও এমন ন্যাক্কারজনক কর্মকাণ্ড সুষ্ঠু রাজনীতির পরিপন্থী। তারা বলেন, “রাজনীতি প্রতিযোগিতার হোক, প্রতিহিংসার নয়। ব্যানার ছিঁড়ে বা ষড়যন্ত্র করে এম এ মতিন ভাইয়ের জনপ্রিয়তা কমানো সম্ভব নয়। ব্যানার ছিঁড়ে ফেলা যায়, কিন্তু জনগণের ভালোবাসা ছিঁড়ে ফেলা যায় না।”এই ঘটনাকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই মন্তব্য করেছেন—এ ধরনের ঘটনা নির্বাচনী পরিবেশকে উত্তপ্ত করে তুলছে এবং শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের জন্য প্রশাসনের হস্তক্ষেপ প্রয়োজন। স্থানীয় সচেতন মহল আশা প্রকাশ করেছেন, প্রশাসন দ্রুত বিষয়টি তদন্ত করে দোষীদের শনাক্ত ও উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত