প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ২৫, ২০২৫, ৪:২৪ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২৪, ২০২৫, ২:১০ পি.এম
ব্রাইট লাইফ বাংলাদেশ’-এর কার্যনির্বাহী কমিটি ঘোষণা
ঢাকা প্রতিনিধি:
সামাজিক উদ্যোক্তা উন্নয়নমূলক সংগঠন “ব্রাইট লাইফ বাংলাদেশ”-এর কার্যনির্বাহী কমিটির তালিকা সম্প্রতি প্রকাশিত হয়েছে। সংগঠনটি দেশের তরুণ উদ্যোক্তাদের উন্নয়ন ও আন্তর্জাতিক বাণিজ্যে দক্ষতা অর্জনে সহায়তা করার লক্ষ্যে কাজ করছে।সংঠনের লক্ষ্য—তরুণ উদ্যোক্তাদের মাধ্যমে দেশের প্রত্নতাত্ত্বিক ও ঐতিহ্যবাহী অঞ্চল থেকে পণ্য বিদেশে রপ্তানি এবং বিদেশ থেকে প্রয়োজনীয় পণ্য আমদানির প্রক্রিয়ায় দক্ষতা বৃদ্ধি করা। পাশাপাশি উদ্যোক্তাদের প্রশিক্ষণ, সহযোগিতা ও আন্তর্জাতিক সংযোগের মাধ্যমে অর্থনৈতিকভাবে স্বনির্ভর করে তোলা।সংগঠনটির হেড অফিস ঢাকা, বাংলাদেশে অবস্থিত।ঘোষিত কার্যনির্বাহী কমিটিতে রয়েছেন—প্রতিষ্ঠাতা সভাপতি মো: নাইম ইসলাম, ভারপ্রাপ্ত সভাপতি গুতাই চিসা (চায়না), সিনিয়র সহসভাপতি মো: খলিলুর রহমান, সাধারণ সম্পাদক জামাল উদ্দিন, সহ সাধারণ সম্পাদক বাসেদ আলী পিয়াস, মুখ্য কান্ট্রি সমন্বয়ক মো: আল-আমীন আহমেদ, কান্ট্রি সভাপতি শিপন মিয়া (সৌদি আরব) ও জিসান চিচা (চায়না), মুখ্য সমন্বয়ক সারাফ সাজ্জাদ এবং সাইদুর ইসলাম।সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মো: নাইম ইসলাম জানান, “ব্রাইট লাইফ বাংলাদেশ” দেশের তরুণ প্রজন্মকে উদ্ভাবন, আন্তর্জাতিক বাণিজ্য ও সামাজিক উন্নয়নের মাধ্যমে একটি উজ্জ্বল ভবিষ্যতের পথে এগিয়ে নিতে বদ্ধপরিকর।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত