ফুলপুরে আওয়ামী লীগ কর্মীর প্রভাব বিস্তার ও স্থানীয় নাগরিককে হয়রানির অভিযোগ
প্রতিনিধির নাম :
-
প্রকাশিত:
শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫
-
২৭
বার পড়া হয়েছে

ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি:
ময়মনসিংহের ফুলপুর উপজেলার ১০ নং বওলা ইউনিয়নের কোকাইল ২য় খন্ড গ্রামে আওয়ামী লীগের এক কর্মীর বিরুদ্ধে প্রভাব খাটানো ও সামাজিকভাবে একজন প্রতিবেশীকে হয়রানির অভিযোগ উঠেছে। অভিযুক্তের নাম মো: নাঈম মন্ডল। তিনি স্থানীয় আওয়ামী লীগের সক্রিয় কর্মী হিসেবে পরিচিত এবং তার পিতার নাম মো: হাসেম মিয়া।স্থানীয় সূত্রে জানা যায়, সাম্প্রতিক সময়ে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে নাঈম মন্ডল পাশের বাড়ির শামীম মিয়াকে বিভিন্নভাবে হয়রানি করতে থাকেন। অভিযোগ রয়েছে, তিনি সাংবাদিক এবং পুলিশ ডেকে এনে শামীম মিয়ার সামাজিক সম্মানহানির চেষ্টা করেন এবং গ্রেপ্তারের প্রভাব খাটান।তবে ঘটনাস্থলে উপস্থিত পুলিশ অভিযোগের কোনো সত্যতা না পাওয়ায় চলে যায় বলে স্থানীয়রা জানিয়েছেন। এ নিয়ে এলাকাবাসীর মধ্যে ব্যাপক আলোচনা চলছে।এলাকার কয়েকজন বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে বলেন, নাঈম মন্ডল রাজনৈতিক পরিচয়ের সুযোগ নিয়ে এলাকায় প্রভাব বিস্তার করছেন। তার বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই সাধারণ মানুষের বিভিন্ন অভিযোগ রয়েছে—যার মধ্যে জোরপূর্বক ভয়ভীতি প্রদর্শন ও প্রভাব খাটানো অন্যতম।স্থানীয় সচেতন মহল প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন, বিষয়টি সুষ্ঠু তদন্তের মাধ্যমে যাচাই করে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হোক, যেন সাধারণ মানুষ শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারে।
সংবাদটি শেয়ার করুন
আরো সংবাদ পড়ুন