মোঃ শামীম হোসেন – স্টাফ রিপোর্টার
খুলনার দাকোপের বাজুয়া সুরেন্দ্রনাথ ডিগ্রি অনার্স কলেজ মাঠে ৮ দলীয় ফুটবল ট্রুনামেন্টের শেষ সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত। বৃহস্পতিবার ২৩ অক্টোবর বিকাল ৪ টায় ভাই বন্ধু ফুটবল একাদশ এবং নিছা এফসি ফুটবল একাদশ এর মধ্যে শেষ সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। এই খেলায় ভাই বন্ধু ফুটবল একাদশ ৪-২ গোলে নিছা এফসি ফুটবল একাদশকে পরাজিত করে ফাইনাল খেলায় উত্তীর্ণ হয়। আগামী ২৫ অক্টোবর শনিবার বিকাল ৩ টা ৩০ মিনিটে ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। ফাইনাল খেলা বাগেরহাট ফুটবল একাদশ বনাম ভাই বন্ধু ফুটবল একাদশ এর মধ্যে অনুষ্ঠিত হবে। ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক মেধাবী ছাত্রদল নেতা, খুলনা-১ আসনে ধানের শীষ প্রতীকের মনোনয়ন দৌড়ে এগিয়ে থাকা প্রার্থী জিয়াউর রহমান পাপুল। উক্ত খেলায় দেশ- বিদেশি সুনামধন্য খেলোয়াড়দের দেখা যাবে বলে জানা যায়। সকলকে দলে দলে এসে খেলা দেখার আমন্ত্রণ জানানো হলো।