মল্লিকবাড়ী বাজারে দারুচ্ছুন্নাহ নুরানিয়া হাফিজিয়া মাদরাসায় ৪৮তম ইসলামী মহাসম্মেলন ও পাগড়ি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত
প্রতিনিধির নাম :
-
প্রকাশিত:
বুধবার, ২২ অক্টোবর, ২০২৫
-
৬
বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, মো: আল-আমীন আহমেদ, ভালুকা (ময়মনসিংহ):
মল্লিকবাড়ী বাজার দারুচ্ছুন্নাহ নুরানিয়া হাফিজিয়া মাদরাসা ও এতিমখানার উদ্যোগে ৪৮তম ইসলামী মহাসম্মেলন ও পাগড়ি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় মঙ্গলবার (২১ অক্টোবর ২০২৫ ইং) বিকেল বাদ আছর, মল্লিকবাড়ী বাজার বড় মসজিদ প্রাঙ্গণে। বাংলা তারিখ অনুযায়ী এটি ছিল ৫ কার্তিক ১৪৩২। সভাপতিত্ব করেন আলহাজ্ব হযরত মাওলানা মোঃ আব্দুল জলিল সাহেব, সুপার, মল্লিকবাড়ী ইসলামিয়া দাখিল মাদরাসা। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকার কথা ছিল আলহাজ্ব মোহাম্মদ মোর্শেদ আলম সাহেব, ভারপ্রাপ্ত আহ্বায়ক, ভালুকা উপজেলা বিএনপি ও যুগ্ম আহ্বায়ক, ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপি। তাহার প্রতিনিধি হিসেবে ছিলেন জনাব মো রুহুল আমিন যুগ্ম আহ্বায়ক বিএনপি ভালুকা উপজেলা শাখা।এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব সালাউদ্দিন আহাম্মেদ, যুগ্ম আহ্বায়ক, ভালুকা উপজেলা বিএনপি; জনাব সারোয়ার জাহান এমরান, যুগ্ম আহ্বায়ক, ভালুকা উপজেলা বিএনপি ও সাবেক চেয়ারম্যান, ৭নং মল্লিকবাড়ী ইউনিয়ন পরিষদ; জনাব মোঃ রফিকুল ইসলাম (হারিছ), সদস্য, ভালুকা উপজেলা বিএনপি; জনাব আসাদ উল্লাহ চৌধুরী ধ্রুব, আহ্বায়ক, সেচ্ছাসেবক দল, ভালুকা উপজেলা শাখা; এবং আরও অনেকে। আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন জনাব মোঃ মজিবর রহমান মজু, জনাব মোঃ রুহুল আমিন, জনাব আলাউদ্দিন ফকির, জনাব মোঃ শওকত আহাম্মেদ, জনাব মোঃ আবু বকর সিদ্দিক (পেরু), জনাব মোঃ সোহাগ সরকার, জনাব আঃ ওয়াদুদ সরকার, জনাব শফিকুল ইসলাম রুহুল্লাহ, জনাব মোঃ মোমেন ফকির, জনাব মোঃ নাজমুল হক, জনাব মোঃ বেলায়েত হোসেন, জনাব মোঃ ইসমাইল হোসেন সোহাগ ফকির, জনাব মোঃ নজরুল ইসলাম মন্ডল, জনাব মোঃ মোস্তাফিজুর রহমান (মোস্তাক), এবং জনাব শাহরিয়া অন্ত প্রমুখ। অনুষ্ঠানে আমন্ত্রিত ওয়ায়েজিনে কেরাম হিসেবে বয়ান পেশ করেন –হাফেজ মাওলানা মুফতী মোশাহিদ আহাম্মেদ উজিরপুরী (সিলেট), হাফেজ মাওলানা মুফতী ইমরান হোসাইন যশোরী (ঢাকা), হাফেজ মাওলানা মুফতী মোস্তাকিম বিল্লাহ সিরাজী (ইমাম, মল্লিকবাড়ী বাজার বড় মসজিদ ও মুহতামিম, অত্র মাদরাসা), মাওলানা মুফতী বদরুল আলম (জামালপুর), এবং মাওলানা মুফতী আবু আইয়ুব আনসারী (ত্রিশাল)। অনুষ্ঠান পরিচালনা করেন হাফেজ মাওলানা মোঃ আব্দুর রহমান সাহেব, সহকারী শিক্ষক, মল্লিকবাড়ী ইসলামিয়া দাখিল মাদরাসা। ধর্মপ্রাণ মুসল্লিরা দলে দলে যোগ দিয়ে ওলামায়ে কেরামের বয়ান শুনে দ্বীনী জ্ঞান আহরণ করেন। মহিলাদের জন্যও পর্দার সঙ্গে ওয়াজ শোনার বিশেষ ব্যবস্থা রাখা হয়।
অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন মাহফিল ইন্তেজামিয়া কমিটি ও স্থানীয় এলাকাবাসী।
অত্র মাদরাসার পক্ষ থেকে জানানো হয়, ২০২৬ শিক্ষাবর্ষের জন্য নূরানী, নাজেরা ও হিফজ বিভাগে ছাত্র ভর্তি চলছে।
সংবাদটি শেয়ার করুন
আরো সংবাদ পড়ুন