পলিথিন ও প্লাস্টিক দূষণ প্রতিরোধে বাজার কমিটি এবং ব্যবসায়ী প্রতিনিধিদের করণীয় কর্মশালা অনুষ্ঠিত
প্রতিনিধির নাম :
-
প্রকাশিত:
বুধবার, ২২ অক্টোবর, ২০২৫
-
৩
বার পড়া হয়েছে

মোঃ শামীম হোসেন – স্টাফ রিপোর্টার
খুলনার দাকোপে পলিথিন ও প্লাস্টিক দূষণ প্রতিরোধে বাজার কমিটি এবং ব্যবসায়ী প্রতিনিধিদের করণীয় কর্মশালা ২২ অক্টোবর বুধবার সকাল ১০ টায় অনুষ্ঠিত হয়। উপজেলা অডিটোরিয়ামের হল রুমে এনজিও রুপান্তর প্রকল্প কর্তৃক আয়োজিত এ দূষণ প্রতিরোধ কর্মশালায় ইয়ুথ ফর সুন্দরবন সভাপতি গিরিশ চন্দ্র রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দাকোপ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আসমত হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজ সেবা অফিসার প্রজিত রায়, উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ রেজাউল করিম, দাকোপ প্রেসক্লাবের সভাপতি মোঃ শামীম হোসেন। এছাড়াও কর্মশালায় বক্ততা করেন চালনা বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি গৌতম সাহা,
রুপান্তর প্রতিনিধি বিপাশা রায়। উপস্থিত ছিলেন চালনা বাজারের বিভিন্ন বয়বসায়ীরা ও ইয়ুথ ফর সুন্দরবনের সদস্যবৃন্দ প্রমুখ। এ কর্মশালায় উপস্থিত ব্যক্তিবর্গ ও বিভিন্ন শ্রেণীপেশার মানুষের মাঝে ছালার চটের ব্যাগ বিতরণ করা হয়। এছাড়াও এ সচেতনামূলক কর্মশালায় প্লাষ্টিক ও পলিথিন বর্জ্য সম্পর্কিত বিষয়ে এর ক্ষতিকর দিকগুলো তুলে ধরা হয়।
সংবাদটি শেয়ার করুন
আরো সংবাদ পড়ুন