জেলা পর্যায়ে মানব পাচার প্রতিরোধ কমিটির সদস্যদের সাথে সমন্বয় সভা
প্রতিনিধির নাম :
-
প্রকাশিত:
মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫
-
১১
বার পড়া হয়েছে

মোঃ শামীম হোসেন – স্টাফ রিপোর্টার
জেলা পর্যায়ে মানব পাচার প্রতিরোধ কমিটি (সিটিসি) সদস্যদের সাথে সমন্বয় সভা ২১ অক্টোবর (মঙ্গলবার) সকালে খুলনা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিতান কুমার মন্ডল সভাপতিত্ব করেন। সভায় অতিথিরা বলেন, জেনে-বুঝে বৈধ উপায়ে বিদেশ যেতে হবে। অতিউৎসাহী অবৈধভাবে বিদেশ যাওয়া যাবে না। বর্তমান সময়ে মানব পাচার সবচেয়ে নৃশংস অপরাধগুলোর একটি। যেখানে মানুষকে জোর করে বা প্রতারণার মাধ্যমে অন্য দেশে নিয়ে যাওয়া হয়। প্রচাররোধে সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। তবুও অনেক সময় দালালের খপ্পরে পরে মানব পাচারের মতো ঘটনা ঘটে। পাচারের সাথে জড়িতদের আইনের আওতায় আনতে হবে। এ বিষয়ে মানুষকে সচেতন করতে হবে। সমন্বিত উদ্যোগের মাধ্যমে মানব পাচার প্রতিরোধ করা সম্ভব। সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নূরুল হাই মোহাম্মদ আনাছ, খুলনা আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার এ এস এম কবীর, ডেপুটি সিভিল সার্জন ডা. মোঃ মিজানুর রহমান, আশ্বাস প্রকল্পের অ্যাডভোকেসি স্পেশালিস্ট মৃন্ময় কুমার মহাজন, সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা-সহ কমিটির সদস্যরা অংশ নেন।
সংবাদটি শেয়ার করুন
আরো সংবাদ পড়ুন