প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ২০, ২০২৫, ৩:৫৯ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২০, ২০২৫, ১:৩৫ পি.এম
বগুড়া সিটি কর্পোরেশন অন্যতম মাইলফলক, আসছে ঘোষণা
বগুড়া প্রতিনিধি: তানসেন আলী মন্টু
আগামী বিজয় দিবসের আগেই আনুষ্ঠানিকভাবে সিটি কর্পোরেশন মর্যাদা পাচ্ছে বগুড়া। অনেক আগেই উন্নীত হওয়ার অন্যতম মাইলফলক অতিক্রম করেছে, বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আবুল খায়ের মোহাম্মদ হাফিজুল্লাহ খান।
গতকাল সোমবার দুপুরে তিনি বগুড়া পৌরসভার বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন। শহরের সাতমাথা এলাকা পরিদর্শন ও সিটি কর্পোরেশন মর্যাদার আটটি শর্ত পর্যবেক্ষণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন।
উপস্থিত ছিলেন বগুড়া জেলা প্রশাসক হোসনা আফরোজা, পৌর প্রশাসক মাসুম আলী বেগ, পৌর নির্বাহী কর্মকর্তা শাহজাহান আলম রিপন, নির্বাহী প্রকৌশলী আবু হেনা মোস্তফা কামাল, বগুড়া প্রেস ক্লাব সভাপতি রেজাউল হাসান রানু, নগর পরিকল্পনাবিদসহ পৌর কর্মকর্তাবৃন্দ।
পরিদর্শনকালে যুগ্ম সচিব বলেন, একটি পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নীত করতে আটটি শর্ত প্রতিপালন করতে হয়। সবগুলো শর্তই এখানে পূর্ণ। সিটি কর্পোরেশন প্রক্রিয়ার অংশ হিসেবে বগুড়া পরিদর্শনে এসেছি। সরেজমিন প্রতিবেদন সচিব কমিটির সভায় উপস্থাপন হবে। আশা করছি, আগামী বিজয় দিবসের আগেই বগুড়া হবে সিটি কর্পোরেশন।
যুগ্ম সচিব আরও বলেন, একটি সিটি কর্পোরেশনে ন্যূনতম চার লাখ জনগোষ্ঠী থাকতে হয়। বগুড়ায় ১০ লাখ মানুষ বসবাস করে। প্রতিবছর ৫ কোটি টাকা রাজস্ব দরকার, এখানে গত বছর প্রায় ৪৫ কোটি টাকা রাজস্ব আয় হয়েছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত