1. murshedkamalmizan@gmail.com : অভিযান নিউজ টিভি : অভিযান নিউজ টিভি
  2. info@www.ovizannewstv.com : অভিযান নিউজ টিভি :
রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০৪:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
রূপসায় পুলিশ সদস্যের গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা আমরা প্রতিটি ঘরে ঘরে ভলেন্টিয়ার তৈরি করছি’ এ্যাডভোকেট আবু বকর ছিদ্দিক বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনায় ঝিনাইগাতীতে কৃষকদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সময়সীমা পার, পিআইসি-গণশুনানির খবর নেই: শাল্লার কৃষকরা শঙ্কিত নন্দীগ্রামে বেগম খালেদা জিয়ার সুস্থতা ও রোগ মুক্তির কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয় ঠিকাদার লাপাত্তা, বন্ধ উন্নয়ন প্রকল্পের কাজ খুলনার দাকোপের বানিশান্তা-লাউডোব খালের ওপর নির্মাণাধীন সেতু বন্দর ঐতিহাসিক বাইতুল ফালাহ মহিলা মাদ্রাসা এন্ড কিন্ডার গার্টেন শাখার ২০২৫ ইং সালের আজ থেকে বার্ষিক পরীক্ষা শুরু কেউ নাই যার আল্লাহ সহায় তার,মানুষ কেবল উসিলা মাত্র গোপালগঞ্জে ছাত্রীকে ধর্ষণ করে শিক্ষক ভিডিও করেন আরেক শিক্ষিকা,ধর্ষিত নারীর আত্মহত্যা ৩৬ আসনে বিএনপির প্রার্থী চূড়ান্ত  ঃ সুনামগঞ্জ – ২  এ   নাছির উদ্দীন  ৪  এ  এডভোকেট  নুরুল কে  মনোনয়ন।

জাল-জালিয়াতি করে নামজারী ও জমিখারিজ করিয়ে অন্যত্র বিক্রি করার পায়তারা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫
  • ৩৫ বার পড়া হয়েছে

রবিউল হক বাবুঃ- ফুলপুর ময়মনসিংহ প্রতিনিধি।

ফুলপুরে বওলা ইউনিয়ন বামনখিলায় পারিবারিক কূটনামি জমিসংক্রান্ত ঝামেলা জাল-জালিয়াতি করে নামজারী ও জমাখারিজ করিয়ে অন্যত্র বিক্রি করার পায়তারা অভিযোগ উঠেছে।

বিষয়টি দীর্ঘদিন ধরে বিচারশালিসি মধ্যে চলমান-চিত্রে অভিযোগ কারী গোলাম মাওলা বলেন, আমার চাচা মোঃ মফিজ উদ্দিন মন্ডল জাল-জালিয়াতি করে নামজারী ও জমাখারিজ করিয়ে অন্যত্র বিক্রি করার পায়তারা করছে আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং প্রশাসনের দৃষ্টি কামনায় সঠিক বিচারের হস্তক্ষেপ কামনা করছি।

এছাড়াও মাওলার মা জননী জানান, ২৬৯/২০২৪ সন অন্য প্রকার মোকদ্দমাটি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত নামজারী ও জমাখারিজ না দেওয়ার জন্য উক্ত জমির ওপর ময়মনসিংহ বিজ্ঞ ফুলপুর সিনিয়র সহকারী জজ আদালতে মোকদ্দমা চালু রয়েছে। মোকদ্দমা নং- ২৬৯/২০২৪ সন। এমতাবস্থায় ২৬৯/২০২৪ নং মোকদ্দমাটি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত অন্য কাউকে নামজারী ও জমাখারিজ না দেওয়ার জন্য আবেদন জানানো সত্যেও আমার দেবর ও বাতিজারা জমি বিক্রি করার পায়তারা করছে।

অভিযোগকারী মোঃ গোলাম মৌলা, পিতা-মৃত সহর আলী মন্ডল, ১০নং বওলা ইউনিয়ন পরিষদ, গ্রাম- বামনখিলা, ডাকঘরঃ বওলা, উপজেলাঃ ফুলপুর, জেলাঃ ময়মনসিংহ এর স্থায়ী বাসিন্দা তিনি বলেন, বামনখিলা মৌজা জমির পরিমাণ ৩০,৪১, ৪৭” শতাংশ জে.এল,খতিয়ান, দাগ, শ্রেণি ২৮৪, ৩০১,২৮৫,১০৫৩ কান্দা ১০৫৪, ১০৫২, তফসিল বর্ণিত ভূমি পৈত্রিক সূত্রে প্রাপ্ত হয়ে দীর্ঘদিন যাবত ভোগ দখলে বিদ্যমান থাকা অবস্থায় আমার চাচা মোঃ মফিজ উদ্দিন মন্ডল, পিতা- মৃত শেরু মন্ডল, গ্রাম- বামনখিলা, ডাকঘরঃ বওলা, উপজেলাঃ ফুলপুর, জেলাঃ ময়মনসিংহ অসৎ উদ্দেশ্যে ইচ্ছাকৃত ভাবে আমার পিতার রেকর্ডিয় অংশসহ শান্তিপূর্ণ ভাবে ভোগ দখলে থাকা অবস্থায় আমাকে উক্ত সম্পত্তি হইতে বঞ্চিত রাখার উদ্দেশ্যে জাল-জালিয়াতি করে নামজারী ও জমাখারিজ করিয়ে অন্যত্র বিক্রি করার পায়তারা করছে।

আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং প্রশাসনের দৃষ্টি কামনায় সঠিক বিচারের হস্তক্ষেপ কামনা করছি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট