
রবিউল হক বাবুঃ- ফুলপুর ময়মনসিংহ প্রতিনিধি।
ফুলপুরে বওলা ইউনিয়ন বামনখিলায় পারিবারিক কূটনামি জমিসংক্রান্ত ঝামেলা জাল-জালিয়াতি করে নামজারী ও জমাখারিজ করিয়ে অন্যত্র বিক্রি করার পায়তারা অভিযোগ উঠেছে।
বিষয়টি দীর্ঘদিন ধরে বিচারশালিসি মধ্যে চলমান-চিত্রে অভিযোগ কারী গোলাম মাওলা বলেন, আমার চাচা মোঃ মফিজ উদ্দিন মন্ডল জাল-জালিয়াতি করে নামজারী ও জমাখারিজ করিয়ে অন্যত্র বিক্রি করার পায়তারা করছে আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং প্রশাসনের দৃষ্টি কামনায় সঠিক বিচারের হস্তক্ষেপ কামনা করছি।
এছাড়াও মাওলার মা জননী জানান, ২৬৯/২০২৪ সন অন্য প্রকার মোকদ্দমাটি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত নামজারী ও জমাখারিজ না দেওয়ার জন্য উক্ত জমির ওপর ময়মনসিংহ বিজ্ঞ ফুলপুর সিনিয়র সহকারী জজ আদালতে মোকদ্দমা চালু রয়েছে। মোকদ্দমা নং- ২৬৯/২০২৪ সন। এমতাবস্থায় ২৬৯/২০২৪ নং মোকদ্দমাটি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত অন্য কাউকে নামজারী ও জমাখারিজ না দেওয়ার জন্য আবেদন জানানো সত্যেও আমার দেবর ও বাতিজারা জমি বিক্রি করার পায়তারা করছে।
অভিযোগকারী মোঃ গোলাম মৌলা, পিতা-মৃত সহর আলী মন্ডল, ১০নং বওলা ইউনিয়ন পরিষদ, গ্রাম- বামনখিলা, ডাকঘরঃ বওলা, উপজেলাঃ ফুলপুর, জেলাঃ ময়মনসিংহ এর স্থায়ী বাসিন্দা তিনি বলেন, বামনখিলা মৌজা জমির পরিমাণ ৩০,৪১, ৪৭” শতাংশ জে.এল,খতিয়ান, দাগ, শ্রেণি ২৮৪, ৩০১,২৮৫,১০৫৩ কান্দা ১০৫৪, ১০৫২, তফসিল বর্ণিত ভূমি পৈত্রিক সূত্রে প্রাপ্ত হয়ে দীর্ঘদিন যাবত ভোগ দখলে বিদ্যমান থাকা অবস্থায় আমার চাচা মোঃ মফিজ উদ্দিন মন্ডল, পিতা- মৃত শেরু মন্ডল, গ্রাম- বামনখিলা, ডাকঘরঃ বওলা, উপজেলাঃ ফুলপুর, জেলাঃ ময়মনসিংহ অসৎ উদ্দেশ্যে ইচ্ছাকৃত ভাবে আমার পিতার রেকর্ডিয় অংশসহ শান্তিপূর্ণ ভাবে ভোগ দখলে থাকা অবস্থায় আমাকে উক্ত সম্পত্তি হইতে বঞ্চিত রাখার উদ্দেশ্যে জাল-জালিয়াতি করে নামজারী ও জমাখারিজ করিয়ে অন্যত্র বিক্রি করার পায়তারা করছে।
আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং প্রশাসনের দৃষ্টি কামনায় সঠিক বিচারের হস্তক্ষেপ কামনা করছি।